‘ক্রিকেটারদের ধর্মঘটে অশুভ উদ্দেশ্য ছিল কিনা খোঁজা হচ্ছে’

‘ক্রিকেটারদের ধর্মঘটে অশুভ উদ্দেশ্য ছিল কিনা খোঁজা হচ্ছে’

জাতীয় দলের ক্রিকেটারদের ধর্মঘটের নেপথ্যে কোনো অশুভ উদ্দেশ্য ছিল কিনা তা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ক্রিকেটারদের ধর্মঘট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যেটা ঘটে গেছে সেটার সমাধান হয়েছে শান্তিপূর্ণ ও সম্মানজনক। আমার সঙ্গে সাকিব আল হাসানেরও কথা হয়েছে, তিনি এই সমাধানে সন্তুষ্ট হয়েছেন। দেরিতে হলেও সমাধান হওয়ায় সারা জাতি স্বস্তি পাচ্ছে। কিছুদিন পর ক্রিকেটারদের ভারত সফর রয়েছে। এ সময় ক্রিকেটারদের ধর্মঘট- এটা নিয়ে অনেকের মনেই শঙ্কা ছিল, অস্বস্তি ছিল। কাজেই দেরিতে হলেও বিষয়টার সমাধান হওয়ায় তা স্বস্তিদায়ক হয়েছে।

তিনি বলেন, ক্রিকেটারদের সঙ্গে আমাদের নেত্রীর (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ঘনিষ্ঠ সম্পর্ক, তারা তার পরিবারের সদস্যের মতো। তাদের যে কোনো সমস্যায় তারা নেত্রীর দ্বারস্থ হন, তিনি সমাধান করেন।

সংবাদ সম্মেলনে ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে থাকার যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, আমার মনে হয় বোর্ড মিটিং যখন হবে, এ ব্যাপারে তারা ব্যবস্থা নেবেন। আমি বিসিবির সভাপতির সঙ্গে আলাপ করব, যাকে গ্রেফতার করা হয়েছে, এখনও তাকে বোর্ডে রাখার কোনো যৌক্তিকতা নেই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মন্তব্যের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সকালে (বৃহস্পতিবার) রাশেদ খান মেনন আমাকে ফোন দিয়েছিলেন। তিনি বলেছেন তার বক্তব্য খণ্ডিতভাবে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। পুরো বক্তব্য এলে এ বিভ্রান্তি থাকত না। ১৪ দলের মিটিংয়ে এ বিষয়ে তিনি ব্যাখ্যা দেবেন। দেখি কী বলেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তার কাজে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হয়নি। দুদক স্বাধীনভাবে কাজ করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.