‘খুব শিগগির বিয়ে করব’
ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। খুব শিগগির বিয়ে করতে চান তিনি।
সম্প্রতি ‘ফিট আপ উইথ দ্য স্টারস তেলেগু’ টক শোয়ে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী। সঞ্চালক লক্ষ্মী মাঞ্চুর সঙ্গে আলাপচারিতায় কাজল আগরওয়াল বলেন, হ্যাঁ, পরিকল্পনা করেছি খুব শিগগির বিয়ে করব।
পাত্রের কী গুণ থাকতে হবে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, অনেক কিছু। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো: তাকে পজেসিভ, যত্নশীল ও ধার্মিক হতে হবে। আমি খুবই ধার্মিক। এমনকি যখন কোথাও ভ্রমণ করি আমার সঙ্গে শিব দেবতার মূর্তি থাকে।
কাকে হত্যা, বিয়ে ও কার সঙ্গে ডেট করতে চান প্রশ্ন করলে তিনি বলেন, রাম চরণকে হত্যা, জুনিয়র এনটিআরের সঙ্গে ডেট ও প্রভাসকে বিয়ে করতে চাই।
তামিল ভাষার প্যারিস প্যারিস সিনেমায় দেখা যাবে কাজলকে। বলিউডের কুইন সিনেমার রিমেক এটি। বর্তমানে এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এছাড়া হলিউডের কল সেন্টার, বলিউডের মুম্বাই সাগা ও তামিল ভাষার ইন্ডিয়ান টু সিনেমায় অভিনয় করছেন কাজল।