বড় বড় দুর্নীতিবাজকে রক্ষায় মাদক ক্যাসিনোবিরোধী অভিযান: অলি
সরকারের শুদ্ধি অভিযানের সমালোচনা করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বর্তমান সরকার মাদক, ক্যাসিনো, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্রবাজদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে তা শুধু বড় বড় দুর্নীতিবাজকে রক্ষা করার জন্য, জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
অলি আহমদ বলেন, দেশ একধরনের দোজখে পরিণত হয়েছে। এখন প্রয়োজন সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ। যথা সময়ে দলে দলে ঐক্যবদ্ধভাবে ঘর থেকে বের হতে হবে। ঘরে বসে থাকলে আর কখনও দেশে শান্তি ফিরে আসবে না।
তিনি বলেন, ইনশাআল্লাহ দেশে পুনর্নির্বাচন হবে। সৎ, নিষ্ঠাবান এবং দেশপ্রেমিক ব্যক্তিদের সমন্বয়ে নতুন সরকার গঠিত হবে। তাদের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতির অবসান হবে। সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। সত্যিকার অর্থে জনগণের সরকার দেশ পরিচালনা করবে এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে।
তিনি বলেন, যেসব মন্ত্রী-এমপি ও তাদের পরিবার বস্তায় বস্তায় টাকা নিয়েছেন, মার্সিডিজ গাড়ি নিয়েছেন তাদের নাম সুস্পষ্টভাবে পত্রিকায় প্রকাশিত হয়েছে। অদ্যাবধি তারা ধরাছোঁয়ার বাইরে।
বর্তমানে নির্বাচন কমিশন ‘বেকার ও বৃদ্ধ পুনর্বাসন কেন্দ্র’ এবং দুর্নীতি দমন কমিশন ‘সরকারি দলের পুনর্বাসন কেন্দ্র’ হিসেবে কাজ করছে অভিযোগ করে অলি আহমদ নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে এই দুটি সংস্থাকে ঢেলে সাজানোর দাবি জানান।
সভাপতির বক্তব্যে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি রাজপথে আন্দোলন করতে পারে না। নেত্রীর মুক্তির জন্য যারা আজকে রাজপথে নামবে তাদের দলের নেতারা সরকারের সঙ্গে আঁতাত করে কোনো আন্দোলনে যাচ্ছে না। মওদুদ ভাই বলেন, একমাত্র আন্দোলনের মাধ্যমে নেত্রীকে বের করব, খন্দকার মোশাররফ বলেন, একমাত্র আন্দোলনের মাধ্যমে নেত্রীকে বের করব- নেত্রী আর কয়েকদিন পরে মারা যাবেন। আমরা মনে করি, এর দায় শেখ হাসিনাকে নিতে হবে।
তিনি বলেন, আমাদের ওইরকম শক্তি থাকলে রাজপথ কাঁপিয়ে দিতাম এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করার মাধ্যমে এদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতাম। কিন্তু এসব কিছু মূল্যায়ন করে অলি আহমদ বীর মুক্তিযোদ্ধাসহ ২০ দলীয় জোট ও অনেককে নিয়ে জাতীয় মঞ্চ গঠন করেছেন। আশা করি, এই বছরের মধ্যেই জাতীয় মুক্তি মঞ্চের নেতৃত্বে এই দেশ মুক্ত হবে, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।
এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপা সহ সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান প্রমুখ।