শাকিব খানকে নিয়ে যা বললেন ময়ূরী

শাকিব খানকে নিয়ে যা বললেন ময়ূরী।

ঢাকাই সিনেমার এক সময়ের আলোচিত নায়িকা ময়ূরী। রূপালি পর্দা কাঁপিয়েছেন তিনি অভিনয় আর গানে। খোলামেলা দৃশ্যে অভিনয় করে হয়েছেন সমালোচিতও। অনেক দিন থেকেই অভিনয়ের সঙ্গে তার সংযোগ নেই।

আড়াল ভেঙে দেখা দিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের দিন। অবশ্য সেটাকে আড়াল ভাঙা বলে না। কেননা ভোট দিতে এসেছিলেন অনেকটাই নিরবে। প্রথমে ক্যামেরার সামনে আসতে রাজি না হলেও শেষ পর্যন্ত কথা বলেছেন ময়ূরী।

শাকিব খান ঢাকাই চলচ্চিত্রে থাকার কারণেই ময়ূরী মনে করেন এখন যথেষ্ট ভালো সিনেমা হচ্ছে। বললেন, ‘আমাদের শাকিব আছে, অবশ্যই ভালো সিনেমা তো হচ্ছেই।’

ময়ূরী বলেন, ‘নির্বাচন হচ্ছে আনন্দ লাগছে। এখানে এসে ভালো লাগছে। এটা সেই আমার এফডিসি আগে যেমন ছিল এখনো তেমনই আছে। এফডিসিতে আসা হয়, প্রতি বছরেই আসা হয়। পিকনিকে আসা হয়, কিন্তু পিকনিক তো আর এখানে হয় না বাইরে হয় যে কারণে হয়তো দেখা হয় না।’

নির্বাচিত কমিটির কাছে প্রত্যাশা কী? এমন প্রশ্নের জবাবে ময়ূরী বলেন, ‘আমি চাই যারা নির্বাচিত হবে তারা শিল্পীদের কল্যাণে কাজ করবে। নতুন কমিটির কাছে এটাই আমার চাওয়া থাকবে। আর চলচ্চিত্র তো নির্মাণ করে প্রযোজকেরা। প্রযোজকেরা এগিয়ে আসলেই ভালো সিনেমা হবে। এটা তো আর আমাদের শিল্পীদের কাজ নয়।’

ময়ূরী বলেন, এখন চলচ্চিত্রে নেই। পরিবার সংসার নিয়েই আছি। তাছাড়া আমি আমেরিকায় থাকি, সেখানে যাওয়া আসা করি।’ দুই সন্তান নিয়ে এখন সমস্ত চিন্তা-ভাবনা বলে জানান ময়ূরী।

এই নায়িকা বলেন, ‘আমার যারা ভক্তরা রয়েছেন আমার জন্য দোয়া করবেন। আমার দুই বাচ্চা রয়েছে তাদের জন্য দোয়া করবেন, ভক্তদের কাছে এটাই আমার চাওয়া।’

ময়ূরীর প্রকৃত নাম মুনমুন আক্তার লিজা। ১৯৯৮ সালে ‘মৃত্যুর মুখে’ নামের চলচ্চিত্রে অভিনয় করার মধ্যে দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। ময়ূরীর খোলামেলা পোশাক, অশালীন অভিনয় ইত্যাদি কারণে ব্যাপক সমালোচিত হয়েছেন।

নব্বই দশকের শেষ দিকে ঢালিউডে ঝড় তোলেন ময়ূরী। এরপর প্রায় ১০ বছর দাপিয়ে অভিনয় করেন। ২০০৫ সালের পর আবারও আড়ালে চলে যান। শোনা যায়, ধর্ম-কর্ম ও সংসার নিয়ে তার সময় কাটে এখন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.