‘অভিযোগ প্রমাণ হলে আ’লীগের এমপিদের বহিষ্কার’

‘অভিযোগ প্রমাণ হলে আ’লীগের এমপিদের বহিষ্কার’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দলটির যেসব এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তা প্রমাণ হলে তাদের দল থেকে বহিষ্কার করা হবে। ‘অভিযোগ প্রমাণ হওয়া এবং দণ্ড হওয়ার পর তাদের দল থেকে বহিষ্কার করা হবে,’ বলেন তিনি।
আজ সোমবার (২৮ অক্টোবর) সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) যেসব এমপির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ কোনো ব্যবস্থা নেবে কিনা এমন প্রশ্নের জবাব দেন কাদের। তিনি বলেন, ‘অভিযোগ প্রমাণ না হলে আপনি কীভাবে ব্যবস্থা নেবেন? সব অভিযোগ সত্য না-ও হতে পারে।’
এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কিনা−এই প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের বিরুদ্ধে যে এসব অভিযান চলছে, তা সরকারের সৎ সাহসের পরিচয় দেয়। এতে দল ও সরকার উভয়ের ভাবমূর্তি বাড়ছে।’
এসময় নরসিংদী সংরক্ষিত আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলির পরীক্ষা নিয়ে জালিয়াতির ঘটনা নিয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘দলের পরবর্তী ওয়ার্কিং গ্রুপে বিষয়টি নিয়ে আলোচনা হবে। অপরাধ করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে মাননীয় স্পিকারও খতিয়ে দেখতে পারেন।’
সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে চলমান শুদ্ধি অভিযান নিয়ে। এবিষয়ে তিনি আবারো বলেন, ‘অপরাধীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ায় দল কিংবা সরকারে কোনো ধরনের ভাবমূর্তি ক্ষুন্ন হবে না বরং উজ্জল হবে। দলের যেসব নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে তা প্রমাণ হলে দল থেকে বহিস্কার করা হবে।’
আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.