‘আকবর’ নিয়ে আসছেন অভিনেতা ইমন
ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছে অনেকেই, কিন্তু পুরো শহরের হৃদপিন্ডটাকে বুক পকেটে পুরে রেখেছিল একজনই- আকবর। এমন ট্যাগলাইনে নতুন চলচ্চিত্রের ঘোষণা দিলেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী নির্মাতা সৈকত নাসির।
‘আকবর-ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ সিনেমার মাধ্যমে আবারো বড় পর্দায় ফিরছেন সৈকত নাসির। প্রযোজনা সংস্থা সিনে হল মাল্টিমিডিয়া এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিতব্য এই কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রণক ইকরাম।
সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করছেন চিত্রনায়ক ইমন। পাসওয়ার্ড সিনেমার জন্য পুরষ্কার, শিল্পী সমিতির আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত হওয়াসহ সব মিলিয়ে চিত্রনায়ক ইমনের বৃহস্পতি এখন তুঙ্গে। এর মধ্যেই আসলো নতুন সিনেমার ঘোষণা।
ইমন বলেন, ‘এই সিনেমার গল্পে একটা ম্যাজিক আছে। অভিনয়ের অনেক জায়গা আছে। আশা করছি এখানে অন্য ইমনকে খুঁজে পাবেন দর্শকরা।
ফেরা প্রসঙ্গে নির্মাতা সৈকত নাসির বলেন, ‘আসলে ফেরা বলতে কিছু নেই। কাজের মধ্যেই ছিলাম। শুধু ফিল্মটাই করিনি। এবার একাধিক চমক নিয়ে আসছি। এর প্রথমটি আকবর। দারুন একটা গল্প। ঢাকার গ্যাং কালচারের কিছু সত্যিকার বিষয় চরিত্রকে কাল্পনিকভাবে সেলুলয়েডে বন্দী করতে যাচ্ছি।’
সিনেমার নায়িকা চূড়ান্ত হলেও নাম টা চমক হিসেবে আসবে। ১২ জানুয়ারি সিনেমার মহরত এবং ১৫ জানুয়ারি ২০২০ সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে।