লাথি মেরে মেয়ের প্রেমিককে বিদায় করতে বললেন শাহরুখ খান

লাথি মেরে মেয়ের প্রেমিককে বিদায় করতে বললেন শাহরুখ খান।

বলিউড বাদশাহ শাহরুখ খান। স্ত্রী ও তিন সন্তানের সঙ্গে বরাবরই তার মধুর সম্পর্ক- এ কথা প্রায় বলে থাকেন শাহরুখ খান।

সিনেমায় যত রোমান্টিক প্রেমিকের ভূমিকায় অভিনয় করুন না কেন, বাবা হিসেবে তিনি একেবারেই কুল। তবে সন্তানদের জীবনযাপনের ব্যাপারেও সজাগ বাদশাহ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে মেয়ে সুহানা খানকে প্রেম বিষয়ে কঠোর নির্দেশ দিলেন বাবা শাহরুখ।

কিং খান বলেন, মেয়ে যদি প্রেম করে তাহলে বলব, ওই ছেলেকে এখনই তোমার জীবন থেকে লাথি মেরে বিদায় কর। ও তোমার উপযুক্ত নয়। আমি তোমাকে ভালো ছেলে খুঁজে দেব।

ছেলেমেয়ের সব সমস্যা নিয়েই আলোচনা করেন শাহরুখ খান। কিন্তু প্রেম প্রসঙ্গ তার একেবারেই পছন্দ নয় বলে জানান। এমনকি মেয়ে যদি জিজ্ঞাসা করে, কেন তার প্রেমিককে বাবার পছন্দ নয়, তার উত্তর দিতেও তিনি বাধ্য নন।

মেয়ে সুহানাকে বাবা শাহরুখ এমন কথাও বলেছেন, রাহুল এবং রাজ নামের কোনো ছেলে যদি প্রেমের প্রস্তাব দেয়, তাহলে সঙ্গে সঙ্গেই তা প্রত্যাখ্যান করতে। যদিও এই দুটি নামে তিনি সবচেয়ে বেশি সিনেমায় অভিনয় করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.