কেন ইতালিতে ঐশ্বরিয়া রায়ের জন্মদিন?

কেন ইতালিতে ঐশ্বরিয়া রায়ের জন্মদিন?

প্রত্যেক জন্মদিনেই ঐশ্বরিয়াকে কোনো না কোনো চমক দেন তার স্বামী অভিষেক বচ্চন। কখনো বিশাল পার্টির আয়োজন করেন, মুগ্ধ হওয়ার মতো উপহার দেন কিংবা বিদেশ ভ্রমণে যান। আসছে ১ নভেম্বর সাবেক এই বিশ্বসুন্দরীর জন্মদিন। ৪৭ এ পা রাখতে যাচ্ছেন তিনি।

এবার কীভাবে ঐশ্বরিয়ার জন্মদিন। শোনা যাচ্ছে এবার তার জন্মদিন কাটবে ইতালিতে। পুরো পরিবার একসঙ্গে ছুটি কাটাতে যাচ্ছেন ইতালি। যার পুরো আয়োজন করছেন অভিষেক।

এবার ইটালির ভ্যাটিকান সিটিতে স্ত্রীর জন্মদিন পালন করবেন অভিষেক বচ্চন। শুধু জন্মদিন উপলক্ষ্যেই নয় ইটালিতে যাওয়ার আরও একটি উদ্দেশ্য আছে তাদের। সেখানে একটি অনুষ্ঠানেও যোগ দিবেন ঐশ্বরিয়া।

জানা গেছে, ঘড়ির আন্তর্জাতিক একটি ব্র্যান্ডের সঙ্গে ২০ বছর ধরে যুক্ত আছেন ঐশ্বরিয়া। সেই ব্র্যান্ডের একটি অনুষ্ঠান রয়েছে ৩০ অক্টোবর। সেখানে উপস্থিত থাকবেন নায়িকা। এছাড়া ঐশ্বরিয়ার জন্মদিনে একটি বিশেষ পার্টির আয়োজনও করছেন সেই ব্র্যান্ড।

আবার এই মাসেই ১৬ নভেম্বর এই তারকা দম্পতির মেয়ে আরাধ্যার জন্মদিন। সব মিলিয়ে তাদের এই মাসটি কাটবে উৎসবের মেজাজেই।।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.