বিহারে বন্যা দুর্গতদের ১ কোটি রুপি দিলেন অক্ষয়।
বলিউড অভিনেতা অক্ষয় কুমার। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজও করে থাকেন। এবার বন্যা দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বিহারের বন্যা দুর্গতদের জন্য ১ কোটি রুপি দান করেছেন অক্ষয়। বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবারকে পুনর্বাসনের জন্য ৪ লাখ রুপি করে সাহায্য দিয়েছেন এই অভিনেতা। ছাত পূজা উপলক্ষে (২ নভেম্বর) ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই চেক প্রদান করা হবে।
অক্ষয় কুমার বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের মনে করিয়ে দেয়, এর কাছে আমরা কতটা অসহায়। কিন্তু আমরা যতটুকু সম্ভব সাহায্য করতে পারি। যারা সবকিছু হারিয়েছেন, নতুন করে আবারো জীবন শুরু করতে পারবেন। এই সকল মানুষকে সাহায্য করার মতো আর কিছু হতে পারে না।
সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত সিনেমা হাউসফুল ফোর। দর্শক-সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে শুরুটা ভালোই করেছে এই সিনেমা। এতে আরো অভিনয় করেছেন— ববি দেওল, রিতেশ দেশমুখ, চাংকি পান্ডে, জনি লিভার, পূজা হেগড়ে, কৃতি স্যানন, কৃতি খারবান্দা প্রমুখ। পরিচালনা করেছেন ফরহাদ সামজি।