সাভারের আশুলিয়ায় গণধর্ষণের অভিযোগে আটক ৬

সাভারের আশুলিয়ায় গণধর্ষণের অভিযোগে আটক ৬।

সাভারের আশুলিয়ায় পোশাক করাখানায় চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়।

সোমবার রাতে তয়ৈবপুরে এক বাড়িতে গণধর্ষণ করা হয়। ওই রাতেই আশুলিয়া থানায় অভিযোগ করেন ভুক্তভোগী।

আটককৃতরা হলেন- বাড়ির মালিক শান্ত (২১), আকবর হোসেন (২৩), মাহিদ (২৩), ইমরান (২০), রবিন (২৪) ও আজিমউদ্দিন মোল্লাহ (২৩)।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, সোমবার রাতে গণধর্ষণের অভিযোগের ভিত্তিতে আজ সকালে তাদের আটক করা হয়। তাদের মধ্যে আকবর হোসেন, বাড়ির মালিক শান্ত, মাহিদ, ইমরান গণধর্ষণ করেন। রবিন ও আজিমউদ্দিন মোল্লাহ তাদের সহযোগিতা করেন।

তিনি বলেন, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞেসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.