সব বাধা পেরিয়ে সুপার টেনে বাংলাদেশ

Bangladesh's Taskin Ahmed, center, celebrates the wicket of Oman's Zeeshan Maqsood during the ICC World Twenty20 2016 cricket tournament at the Himachal Pradesh Cricket Association (HPCA) stadium in Dharamsala, India, Sunday, March 13, 2016. (AP Photo /Tsering Topgyal)

ওমানকে শোচনীয়ভাবে হারিয়ে টি২০ বিশ্বকাপের সুপার টেনে ওঠেছে বাংলাদেশ। রোববার ধর্মশালায় অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ৫৪ রানে।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ করেছিল ২ উইকেটে ১৮০ রান। জবাবে ওমান ৯ উইকেটে করে ৬৫ রান। বৃষ্টির কারণে দুই দফা বন্ধ থাকায় ওমানের টার্গেট দেয়া হয়েছিল ১২ ওভারে ১২০ রান।
সাকিব আল হাসান নেন ৪ উইকেট।

এর আগে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে তারা নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান করেছে ২ উইকেটে তারা। তামিম ১০৩ এবং সাকিব আল হাসান ১৭ রানে ক্রিজে থাকেন।
তামিম ইকবাল আরেকটি তাণ্ডব চালিয়ে এই স্কোর গড়তে সহায়তা করেন। তিনি ৬৩ বলে ১০টি চার আর ৫টি ছক্কা দিয়ে এই স্কোর গড়েন। আর সাব্বির রহমান করেন ৪৪ রান।
অনেক দিন পর সাকিব ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তিনি ৯ বলে ১৭ রান করেন। আর ওপেনার সৌম্য সরকার ১২ রান করে আউট হয়েছিলেন।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সৌম্য সরকার, তামিম ইকবাল, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, আবু হায়দার, তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন।
ওমান একাদশ : সুলতান আহমেদ (অধিনায়ক), জিশান মাকুসদ, খাওয়ার আলি, জাতিন্দার সিং, আদনান ইলিয়াস, আমির কালিম, মেহরান খান, আমির আলি, অজয় লালচেতা, মুনিস আনসারি ও বিলাল খান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.