কোথায় হারিয়েছেন রণবীর-দীপিকা পাডুকোন?

কোথায় হারিয়েছেন রণবীর-দীপিকা পাডুকোন?

দীপাবলির ছুটি কাটাতে ব্যস্ত বলি তারকারা। বিভিন্ন পার্টিতে নেচে গেয়ে কাটছে তাদের সময়। কিন্তু তারকাদের পার্টিতে মধ্যমণি হয়ে থাকেন যে জুটি, তাদের দেখা কোথাও মিলছে না। সবার মনে প্রশ্ন, কোথায় হারিয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন?

স্পটবয় ডটকমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এবার দীপাবলি উৎসব পরিবারের সঙ্গে কাটাচ্ছেন বলিউডের আলোচিত এই দম্পতি। বিয়ের পর এটি তাদের প্রথম দীপাবলি। এছাড়া কাজের চাপে নিজেদের মতো করে সময় কাটাতে পারেন না তারা। সময় মিলিয়ে এই ছুটি কাজে লাগানোর পরিকল্পনা করেছেন রণবীর-দীপিকা।

শুধু তাই নয়, উৎসবে বাড়তি মাত্রা যোগ করতে এক হয়েছে এ জুটির পরিবার। বেঙ্গালুরু থেকে দীপিকার মা-বাবা ও বোন এসেছেন মুম্বাইয়ে। সবমিলিয়ে বেশ আনন্দেই কাটছে তাদের সময়।

দীপিকার পরবর্তী সিনেমা ছাপাক। এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগরওয়ালকে নিয়ে নির্মিত হচ্ছে এই সিনেমা। অভিনয়ের পাশাপাশি সিনেমার সহ-প্রযোজকও তিনি। সিনেমাটি পরিচালনা করছেন মেঘনা গুলজার। ২০২০ সালের ১০ জানুয়ারি ছাপাক মুক্তির কথা রয়েছে।

অন্যদিকে ভারতীয় ক্রিকেটার কপিল দেবকে নিয়ে নির্মিত ’৮৩সিনেমায় দেখা যাবে রণবীর সিংকে। ১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের ঘটনা তুলে ধরা হবে এই সিনেমার গল্পে। দীপিকাও অভিনয় করবেন এই সিনেমায়। এছাড়া করন জোহরের তখত ও যশ রাজ ফিল্মসের জয়েস ভাই জোরদার সিনেমায় দেখা যাবে রণবীরকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.