বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ দুর্ঘটনার কারণ।
বোয়িং-সেভেন-থ্রি-সেভেন ম্যাক্স মডেলের বিমান দুর্ঘটনার জন্য কারিগরি ত্রুটির কথা স্বীকার করেছে মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ডেনিস মুইলেনবার্গ।
বোয়িং সেভেন-থ্রি-সেভেন ম্যাক্স মডেলের বিমানের কয়েকটি দুর্ঘটনায় ৩শ’ ৪৬ জন যাত্রী নিহত হওয়ার পর এ বিষয়ে তদন্ত শুরু করে মার্কিন সিনেট কমিটি।
কমিটির কাছে সাক্ষ্য দেয়ার দুই দিন আগে এক লিখিত বক্তব্যে বিমানগুলোতে বড় ধরনের ত্রুটি ছিল বলে স্বীকার করেন বোয়িংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা।
ত্রুটিগুলো খুঁজে বের করতে আরো যাচাই-বাছাইয়ের পাশাপাশি এ বিষয়ে গবেষণা চলছে বলেও জানান তিনি।
২০১৮ সালের অক্টোবর মাসে ইন্দোনেশিয়ার লায়ন এয়ালাইন্সের বোয়িং সেভেন-থ্রি-সেভেন ম্যাক্স মডেলের বিমান দুর্ঘটনার পর এর কারিগরি ত্রুটির বিষয়টি সামনে আসে। এ বিষয়ে তদন্ত শুরু করে বোয়িং কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর নিজেদের ত্রুটির কথা স্বীকার করে নিলো বোয়িং।
আরও খবর