ছাড়ে পণ্য কিনছেন অ্যাঞ্জেলিনা জোলি।
জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। বর্তমানে স্পেনের ফুয়ের্তেভেঞ্চুরায় মার্ভেলের দ্য ইটার্নাল সিনেমার শুটিং করছেন।
সিনেমার শুটিংয়ের ছুটির ফাঁকে স্থানীয় একটি বাজারে শপিংয়ে বেরিয়েছিলেন জোলি। সঙ্গে ছিল তার তিন সন্তান জাহারা, ভিভিয়ান ও নক্স। সেখানে একটি দোকান থেকে এই অভিনেত্রীকে ছাড়ে পণ্য কিনতে দেখা গেছে। মিরর এই তথ্য জানিয়েছে।
অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে ছাড়াছাড়ির পর থেকেই সন্তানদের নিয়ে আলাদা থাকছেন জোলি। তাদের বিচ্ছেদ, সন্তানের দেখভালের দায়িত্ব কার থাকবে ও সম্পত্তির ভাগাভাগি নিয়ে সাবেক এই দম্পতির লড়াই আদালত পর্যন্ত গড়িয়েছে।
২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার শুটিং সেটে বন্ধুত্ব হয় ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। তখন জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন পিট। ২০০৫ সালে পিট-অ্যানিস্টনের বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে পিট-জোলির মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ দশ বছর একসঙ্গে থাকার পর ২০১৪ সালে আগস্টে বিয়ে করেন পিট-জোলি। এরপর ২০১৬ সালের সেপ্টেম্বরে ব্র্যাডের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন জোলি।
‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির ছয় সন্তান— ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলোহ, নক্স, ভিভিয়েন। এরমধ্যে প্রথম তিন সন্তানকে দত্তক নিয়েছিলেন এ জুটি।