টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন কারিনা কাপুর।
অস্ট্রেলিয়ায় আগামী বছর বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। আগামীকাল শুক্রবার মেলবোর্নে এর ট্রফি উন্মোচন করবেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর।
প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন কারিনা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি এই অনুষ্ঠানের অংশ হতে পেরে গর্বিত। নিজ নিজ দেশের হয়ে যে সকল নারীরা তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে খেলবেন আমি তাদের উৎসাহিত করতে চাই। বিশ্ব অঙ্গনে তাদের এভাবে লড়তে দেখা সত্যিই গর্বের। তারা সকলের জন্য অনুপ্রেরণা।
তিনি আরো বলেন, আমার প্রয়াত শ্বশুর ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলেছেন। ট্রফি উন্মোচন সত্যিই আমার জন্য অনেক সম্মানের।
নারী ও পুরুষ দুই দলেরই বিশ্বকাপ আগামী বছর অনুষ্ঠিত হবে। এর মধ্যে নারী দলের বিশ্বকাপ শুরু হবে ২১ ফেব্রুয়ারি এবং চলবে ৮ মার্চ পর্যন্ত। অন্যদিকে পুরুষদের বিশ্বকাপ ১৮ অক্টোবর শুরু হয়ে ১৫ নভেম্বর শেষ হবে।
কারিনার গুড নিউজ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এতে আরো অভিনয় করছেন অক্ষয় কুমার, দিলজিৎ দুসাঞ্জ, কিয়ারা আদভানি প্রমুখ। এছাড়া ইরফান খানের সঙ্গে আংরেজি মিডিয়াম ও আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডাসিনেমাতেও অভিনয় করছেন এই অভিনেত্রী।