পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু।
বাগেরহাটের সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার উত্তর খানপুর হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়। নিহতরা হলো, ওই মাদ্রাসার শিক্ষক হাফেজ আশিকুর রহমানের মেয়ে মিম (৭) এবং মিমের খালাত বোন লুবনা আক্তার (৯)। লুবনা খুলনার রবিউল ইসলামের মেয়ে।
মাদ্রাসা পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক ওমর ফারুক বলেন, জুমার দিন হওয়ায় দুপুরে মাদ্রাসার পুকুর এলাকায় তেমন কেউ ছিল না। এ সময় মিম এবং লুবনা আক্তার পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় লুবনা পানিতে ডুবে যায়। মিম লুবনাকে উদ্ধার করতে গিয়ে সেও ডুবে যায়। মাদ্রাসার শিক্ষার্থীদের চিৎকারে স্থানীয়রা দৌঁড়ে এসে তাদের পুকুর থেকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন ও খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।