ঠাকুরগাঁওয়ে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী উধাও।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় এক গৃহবধূকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পিটিয়ে হত্যার অভিযোগে উঠেছে।
হত্যার অভিযোগ এনে শুক্রবার সকালে নিহত ময়না খাতুনের (৩০) বড় ভাই আশরাফ আলী হরিপুর থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ সকাল ১১টার দিকে হরিপুর উপজেলা হাসপাতাল থেকে ময়না খাতুনের লাশ উদ্ধার করেন।
ময়না খাতুন হরিপুর উপজেলার আমবাড়ী গ্রামের জাকির হোসেনের স্ত্রী এবং পীরগঞ্জ উপজেলার আব্দুল কাদেরের মেয়ে। স্ত্রীর লাশ হাসপাতালে পালিয়ে গেছেন জাকির হোসেন।
জাকির হোসেনসহ সাত জনের নামে হত্যা মামলা রজু করে থানা পুলিশ গৃহবধূর লাশ ময়না তদন্ত করার জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠিয়েছে।
নিহত গৃহবধুর বড় ভাই আশরাফ আলী বলেন, জাকির হোসেন মাদকাসক্ত। তিনি প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। এ নিয়ে কয়েক বার গ্রাম্য সালিশও হয়। সম্প্রতি জাকির হোসেন পরকীয়ায় জড়িয়ে পড়েন এবং সেই নারীকে বিয়ে করেন।
এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এর জের ধরে জাকির হোসেন ও তার বাড়ির লোকজন ময়নাকে মারপিট করেন। পরে হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন, ময়না তদন্তের রিপোর্ট এলে প্রকৃত ঘটনা বের হবে। তবে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।