আমার বাড়ি আমার খামার: প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘একটি বাড়ি একটি খামার নয়, এখন থেকে এ প্রকল্পের নাম পরিবর্তন হয়ে আমার বাড়ি আমার খামার হবে।’
শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় সমবায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সমবায়ের মাধ্যমে খামারে উৎপাদিত পণ্য বিপণন ব্যবস্থা করতে পারলে প্রতিটি পরিবার লাভবান হবে। আমরা যদি নিজেদের পণ্য প্রক্রিয়াজাত করে সমবায়ের মাধ্যমে বাজারজাত এবং বিদেশে রপ্তানি করতে পারি তাহলে সবারই অধিক লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমাদের দেশকে যেনো কারো কাছে কখনো হাত পাততে না হয়। এজন্য আমাদের খাদ্যে সয়ংসম্পূর্ণ হতে হবে। সে লক্ষ্যে আমাদের সমবায় আইন এবং সমবায় ব্যাংককে সময়োপযোগী করে গড়ে তুলতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে আধুনিক সমবায় গড়ে তোলা হবে।’