পূরণ হচ্ছে ইরানির স্বপ্ন।
বলিউডের বরেণ্য অভিনেতা বোমান ইরানি। ড্রামা, অ্যাকশন, অ্যাডভেঞ্চার ঘরানার সিনেমায় বৈচিত্রময় চরিত্রে পর্দায় হাজির হয়েছেন তিনি।
অভিনয় গুণে দর্শকের যেমন ভালোবাসা পেয়েছেন, তেমনি কাজের স্বীকৃতিস্বরূপ অনেক সম্মাননাও পেয়েছেন এই অভিনেতা। তার অনেক দিনের স্বপ্ন চলচ্চিত্র পরিচালনা করার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বোমান ইরানির। চিত্রনাট্যের কাজ শেষ করেছেন। এখন অভিনয়শিল্পী নির্বাচনের কাজ চলছে।
হিন্দুস্তান টাইমসকে বোমান ইরানি বলেন, ‘এখন অভিনয়শিল্পী নির্বাচনের কাজ চলছে। এ বিষয়ে এখনি কিছু বলতে পারছি না। তবে এ কথা স্বীকার করছি যে, শিল্পী নির্বাচন করা অনেক কঠিন কাজ। প্রথম চিত্রনাট্য তৈরিতে অনেক সময় গিয়েছে, যদিও তা চূড়ান্ত করেছি।’
সিনেমার গল্প প্রসঙ্গে ৬০ বছর বয়েসি এই অভিনেতা বলেন, ‘কাহিনির বিষয়ে শুধু এটুকু বলব, এটি পিতা-পুত্রের গল্প।’
সবকিছু ঠিক থাকলে ২০২০ সালের মাঝামাঝি সময় এ সিনেমার শুটিং শুরু হবে বলেও প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।