রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে জাতীয় পার্টি: জিএম কাদের।
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অবক্ষয় দূর করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে জাতীয় পার্টি (জাপা)।
তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘গণমানুষের আস্থা অর্জন করেই হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করবো আমরা। প্রমাণ হবে জাতীয় পার্টিই গণমানুষের স্বার্থ সংরক্ষণে রাজনীতি করছে।’
রবিবার পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক রিপোর্ট প্রদান উপলক্ষে এক সভায় তিনি এ সব কথা বলেন।
জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি এ সময় উপস্থিত ছিলেন। বাসস