নয়া বিতর্কে অনু মালিক।
ভারতে ‘#মি টু’ আন্দোলন শুরু হওয়ার পর জনপ্রিয় সংগীত পরিচালক ও সংগীতশিল্পী অনু মালিকের বিরুদ্ধে প্রথম যৌন হেনস্তার অভিযোগ তুলেছিনে সোনা মহাপাত্র ও শ্বেতা পণ্ডিত। তারা দুজনই সংগীতশিল্পী।
যখন অনুর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠে তখন তিনি রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল ১০’ প্রতিযোগিতার অন্যতম বিচারকের দায়িত্ব পালন করছিলেন।
এই জনপ্রিয় সংগীতশিল্পীর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ উঠায় ‘ইন্ডিয়ান আইডল ১০’ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় অনুষ্ঠানটির আয়োজক সনি চ্যানেল কর্তৃপক্ষ।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইন্ডিয়ান আইডল ১০’ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পুনরায় অনুর উপর অর্পিত করায় তাকে ঘিরে ফের শুরু হয়েছে ‘#মি টু’ বিতর্ক। এ বার নিজের তিক্ত অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন আর এক গায়িকা নেহা ভাসিনও।
২১ বছর বয়সে এক স্টুডিওতে অনুর সঙ্গে অস্বস্তিকর সাক্ষাতের অভিজ্ঞতা টুইটারে শেয়ার করেছেন নেহা নিজেই। তার সামনে সোফায় শুয়ে অনু যে ধরনের কথা বলছিলেন, তা অস্বস্তিতে ফেলেছিল নেহাকে। পরে তাকে ফোন আর মেসেজও করেছিলেন সঙ্গীত পরিচালক, যার উত্তর দেননি নেহা।
অন্যদিকে এ বিষয়ে সোনা জানিয়েছেন, অনুর বিরুদ্ধে মুখ খোলায় সোনু নিগম ফোন করেন তার স্বামী রাম সম্পতকে। বলেন, সোনা যেন বেশি মুখ না খোলেন এ ব্যাপারে। এ ঘটনায় অনুর বিরুদ্ধে টুইটারে রীতিমত ঝড় বইছে।