মাগুরার মহম্মদপুরে নদীতে ডুবে যুবকের মৃত্যু।
মাগুরার মহাম্মদপুর উপজেলায় মধুমতী নদীর পানিতে ডুবে রানা ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রানা ইসলাম উপজেলা সদরের দুপুড়িয়া গ্রামের গোলাম সরোয়ারের ছেলে। তিনি মৃগী রোগী ছিলেন।
পরিবারসূত্রে জানা যায়, মধুমতি নদীতে গোসল করতে নেমে হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে যান রানা।
পরিবারের লোকজন কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে নদীতে তাকে ভাসতে দেখা যায়।
মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. কাজী আবু আহসান জানান, এলাকাবাসী রানাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তিনি মৃগী রোগী ছিলেন।