অনিয়ম ও অব্যবস্থাপনায় ৬৮ হজ এজেন্সিকে শাস্তি

192500hajj_11গত বছর হজে প্রতারণা, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬৮টি হজ এজেন্সিকে শাস্তি দিয়েছে সরকার। শাস্তির মধ্যে রয়েছে লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স স্থগিত, তিরস্কার ও জরিমানা। এছাড়া অনিয়মে যুক্ত থাকায় সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ কমিটির সুপারিশে ৩৪টি হজ এজেন্সিকে চলতি বছরের হজ কার্যক্রমে নিষিদ্ধ করেছে ধর্ম মন্ত্রণালয়। শাস্তি পাওয়া এজেন্সিগুলোর মধ্যে ১০টির লাইসেন্স বাতিল করা হয়েছে। এর মধ্যে দু’টি এজেন্সির জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। লাইসেন্স স্থগিত করার সঙ্গে জরিমানা করা হয়েছে ১১টি এজেন্সির। একই সঙ্গে তিরস্কার ও জরিমানা করা হয়েছে ৪৬টি হজ এজেন্সির। একটি মাত্র এজেন্সিতে তিরস্কার করা হয়েছে। এজেন্সিগুলোকে ২ লাখ টাকা থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.