এভিয়েশন নিউজ: ব্রাজিলের পারানা বাজার রাজ্যের রাজধানী সিয়া নর্থে এক বাংলাদেশি যুবক খুন হয়েছেন। নিহত যুবকের নাম জাহেদ আহমদ (২৮)। তার বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বলে নিশ্চিত হওয়া গেছে। জাহেদ বড়লেখা উপজেলার সুরিকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল হকের ছেলে।
গত ২৮ জুন ব্রাজিলের সাওপাওলা থেকে ৭১১ কিলোমিটার দক্ষিণে প্যারাগুয়ের কাছে পারানা বাজার রাজ্যের রাজধানী সিয়া নর্থে তিনি খুন হন।
স্থানীয় একজন বাসিন্দা জানিয়েছেন, ওই দিন সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পরে আর ফেরেননি জাহেদ।
পরে পরিত্যক্ত অবস্থায় থাকা এক বাড়ি থেকে পুলিশ তার রক্তাক্ত লাশ উদ্বার করে।ধারনা করা হচ্ছে তাকে কুপিয়ে খুন করা হয়েছে। স্থানীয় বাংলাদেশিরা তার লাশ বুঝে নিয়ে দাফন করেছেন বলে জানা গেছে।
জনশক্তি ও কর্মসংস্থান ব্যুরো সূত্র জানিয়েছে, বছরখানেক আগে জাহেদ আহমদ ব্রাজিলে গিয়েছিলেন। গত এক বছর ধরে সেখানেই বসবাস করছিলেন তিনি।তবে ঠিক কি কারনে ওই যুবক খুন হতে পারে সে বিষয়ে কেও কিছু জানাতে পারেনি।
জাহেদ আহমদের বাবা আব্দুল হক বিষয়টি এভিয়েশন নিউজকে নিশ্চিত করে জানান, ২ জুলাই ব্রাজিলেই জাহেদের দাফন সম্পন্ন হয়েছে। নিহতের গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।