একসঙ্গে নোবেল-তিশা

nobal trisaশোবিজ অঙ্গনে মডেলিং দিয়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন নোবেল। তার অংশ নেয়া প্রায় সব বিজ্ঞাপনই হয়েছে দর্শকনন্দিত। মাঝে মাঝে নাটকেও দেখা যায় দেশের এ শীর্ষ মডেলকে। সেটি সংখ্যায় খুব বেশি না হলেও যে কয়টি নাটকে অভিনয় করেছেন সেগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে ছোট পর্দার জনপ্রিয় মুখ তিশা। নাটকে নিয়মিত অভিনয় করতে থাকা এ অভিনেত্রী ইদানীং বড় পর্দায় অভিনয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এই দুই তারকা বিজ্ঞাপনে জুটি হওয়ার পাশাপাশি দেশ-বিদেশের অনেক মঞ্চে একসঙ্গে নৃত্য পরিবেশন করলেও একসঙ্গে দেখা যায়নি কোনো নাটকে।

সম্প্রতি প্রথমবারের মতো নোবেল ও তিশা জুটি হয়ে ‘আনপ্রেডিকটেবল’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি পরিচালনা করেছেন মো. মেহেদী হাসান জনি। রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে নোবেল বলেন, ‘বর্তমান প্রজন্মের মধ্যে তিশা শীর্ষ একজন অভিনেত্রী। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিঃসন্দেহে দারুণ। এছাড়াও নাটকের গল্পটি বেশ রোমান্টিক ঘরানার। দারুণ সব চমক আছে এতে। নাটকটি দেখে সবাই অন্যরকম আনন্দ পাবেন।’ তিশা বলেন, ‘নোবেল ভাই সম্পর্কে নতুন করে কিছু বলার দরকার নেই।

আমি নিজেও তার একজন ভক্ত। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। আশা করি, নাটকে আমাদের প্রথম জুটি দর্শকদের আলাদা আনন্দ দেবে।’ নাটকটি আগামী ঈদে কোনো একটি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.