পরীক্ষা শেষ, দোয়া চাইলেন তাসকিন

taskin+jugantor_7019অভিযোগ ওঠার পর আইসিসি অনুমোদিত ল্যাবে পরীক্ষা দিয়েছেন পেসার তাসকিন আহমেদ।

মঙ্গলবার সকালে চেন্নাই গিয়ে তিনি এই পরীক্ষা দেন।

পরে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৪টার দিকে নিজের ফেসবুক পেজে একটি ছবিসহ এ তথ্য জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন তাসকিন।

পরীক্ষার পর ডান-হাতি পেসার আশাবাদী, আবার স্বরূপে ফিরবেন তিনি।

তাসকিন লিখেছেন, ‘পরীক্ষা শেষ, কয়েকদিন পরই ফল পাওয়া যাবে। ইনশাআল্লাহ, আমি ঠিক থাকব। আমার জন্য দোয়া করবেন সবাই।’

তাসকিনের পোস্ট করা ছবিতে দেখা গেছে, তার সারা শরীরে যন্ত্রপাতি লাগানো। ঠোঁটের কোণে এক চিলতে হাসি।

টি ২- বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচেই সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে পেসার তাসকিন আহমেদের বিপক্ষে। এরপর বাছাই পর্ব শেষে ধর্মশালা থেকে তিনি চেন্নাইতে যান।

তাসকিনের সঙ্গে স্পিনার আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়েও সন্দেহ করেছিলেন আম্পায়াররা। তিনিও গত শনিবার চেন্নাইতে গিয়ে পরীক্ষা দিয়ে এসেছেন।

অধিনায়ক মাশরাফি মুর্তজা অবশ্য আশাবাদী, পরীক্ষায় উতরে যাবেন তার দুই বোলারই। তাসকিন-সানির জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি।

সাধারণত পরীক্ষার ফল পেতে ১৪ দিন অপেক্ষা করতে হয়। কিন্তু, আইসিসির কোনো টুর্নামেন্ট চলাকালীন এই পরীক্ষা দিতে হয়েছে বলে, হয়তো সাত দিনের মধ্যে ফল পাওয়া যেতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.