কুমিল্লায় দুই বিদেশি নাগরিক আটক

comilla_120299অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে কুমিল্লায় দুই বিদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।

সদর উপজেলার টিক্কারচর নামক এলাকা থেকে বিজিবি তাদের আটক করে। এ ব্যাপারে মঙ্গলবার বিকালে কোতয়ালী মডেল থানায় মামলা হয়েছে।

কুমিল্লা কোটবাড়ি-১০ এর বিজিবি অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে ভারত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে টিক্কারচর এলাকা থেকে ২ নাইজেরিয়ার নাগরিককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- নাইজেরিয়ার ওহো গ্রামের ওলেকাম্মার ছেলে জোসেফ চিনেদে (৩৬) ও ওমোচো গ্রামের ওফোরবুইকের ছেলে ইমেকা হিজিনাস (৩৪)। অবৈধভাবে ভারত সীমান্ত পথে বাংলাদেশে প্রবেশের দায়ে তাদের আটক করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.