এভিয়েশন নিউজ: ১৪ মাস যাত্রী পরিবহনের পর ঢাকা-বরিশাল রুটে বিমান সার্ভিস বন্ধ করে দিয়েছে বেসরকারি কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ। ঈদের আগে সার্ভিস চালুর আর সম্ভবনা নেই বলে আভাস দিয়েছেন কোম্পানির দায়িত্বশীল কর্মকর্তারা। এদিকে সরকারি বিমান সার্ভিস কবে চালু হবে সে ব্যাপারে কোন সুখবর দিতে পারেননি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী।
ঈদের পূর্বে আকাশ পথের যোগাযোগ বন্ধ হয়ে যাওয়া এবং নৌপথে রোটেশন পদ্ধতিতে লঞ্চ পরিচালনার পাশাপাশি সরকারি জাহাজ সংকটের কারণে দক্ষিণাঞ্চলের যাত্রীদের এবার ঈদে চরম দুর্ভোগ পোহাতে হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউনাইটেড এয়ারওয়েজের বরিশালস্থ সেলস অফিসের ইনচার্জ যাত্রীদের যান্ত্রিক ত্রুটির কারণে তাদের সার্ভিস বন্ধ রয়েছে বলে জানিয়েছেন। তবে কোম্পানির জিএম (জনসংযোগ) কামরুল ইসলাম জানিয়েছেন, এটাকে যান্ত্রিক ত্রুটি বলা যাবে না।
এয়ার-ক্রাফট নিয়মিত চেক-আপ করতে পাঠাতে হয়। বর্তমানে ক্রাফটটি চেক-আপ এর জন্য রয়েছে। ঈদের পূর্বে চেক-আপ শেষ করে সার্ভিসে ফেরার সম্ভবনা আছে কি না জানতে চাইলে কামরুল ইসলাম বলেন, আরো ৫/ ৬ দিন পর ছাড়া নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। তবে অপর একটি সূত্র জানিয়েছে ঈদের পূর্বে তো দূরের কথা ইউনাইটেড এয়ারওয়েজ আদৌ এ রুটে যুক্ত হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।
এদিকে সরকারি বিমানেরও কোন সুখবর মেলেনি। গত বছর ২৪ এপ্রিল একনেকের সভায় এ রুটে বিমান সার্ভিস চালুর সিদ্ধান্ত হলেও তা আজও কার্যকর হয়নি। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জানিয়েছেন, এয়ার-ক্রাফট ক্রয়ের জন্য গত ফেব্রুয়ারি মাসেই দরপত্র আহ্বান করা হয়েছিল। এয়ার-ক্রাফট ক্রয় না করা পর্যন্ত এ রুটে বাংলাদেশ বিমানের সার্ভিস চালু করা সম্ভব হবে না বলে মন্ত্রী জানিয়েছেন।