পাকিস্তান সীমান্তের তুলনায় বাংলাদেশ সীমান্তে ভারতের সেনাসংখ্যা বেশি বলে খবর প্রকাশ করেছে দ্য স্টেটসম্যান।
বুধবার ভারতের রাজ্যসভায় এমন তথ্য দেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু।
খবরে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে সীমান্তে অপেক্ষাকৃত বেশি ঝুঁকি বিবেচনা করা হলেও সীমান্তরক্ষী সেনাসংখ্যা বেশি বাংলাদেশ-ভারত সীমান্তে।
লিখিত এক জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফ কোম্পানির সংখ্যা ৪৮০। পক্ষান্তরে পাকিস্তানের সঙ্গে সীমান্তে ৪১১। প্রতিটি কম্পানিতে তিনটি করে প্লাটুন থাকে। আর প্রতিটি প্লাটুনে সেনা থাকে প্রায় ৩৫ জন। সে হিসাবে বাংলাদেশ সীমান্তে ভারতের সেনাসংখ্যা প্রায় ৫০,৪০০। আর পাকিস্তান সীমান্তে প্রায় ৪৩,১৫৫। প্রতিটি কোম্পানির নেতৃত্বে থাকেন একজন কোম্পানি কমান্ডার যার পদমর্যাদা মেজর বা লেফটেন্যান্ট কর্নেল।
রিজিজু বলেন, ‘ভারতের আন্তর্জাতিক সীমান্তের প্রকৃতি একরকম নয়। এসব সীমান্তের ভৌগোলিক ও জলবায়ু পরিস্থিতি ভিন্ন। সেইসঙ্গে ঝুঁকির মাত্রাও আলাদা। ফলে, সীমান্ত থেকে সীমান্তে নিরাপত্তা দেয়ার জন্য প্রয়োজনীয় সেনার আদর্শ সংখ্যা হেরফের হয়।’