জীবনযাত্রার ব্যয়ে সমান ঢাকা ও কানাডার মন্ট্রিল

2016_03_16_20_51_24_ajbLbUmKrlD9UuaV4muBnbrcHtTB1L_originalকানাডার শহরগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির শহর মন্ট্রিল। শুধু তাই নয়, বিশ্বের উন্নত শহরগুলোর মধ্যেও একটি কানাডার কুইবেক অঙ্গরাজ্যের এই শহরটি। অপরদিকে বিশ্বের দরিদ্র্য শহরগুলোর মধ্যে একটি ঢাকা শহর। মন্ট্রিলে আয়ের পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ও অনেক বেশি। তবে এবার অর্থনীতি বিষয়ক বিশ্বের প্রভাবশালী ম্যাগাজিন ইকোনোমিস্ট দিয়েছে ভিন্ন তথ্য। মন্ট্রিল এবং ঢাকায় সমান জীবনযাত্রার ব্যয়।

দুই শহরের জীবনযাত্রার মানে পার্থক্য আকাশ আর পাতালের। ব্রিটিশ ম্যাগাজিন ইকোনোমিস্টের সর্বশেষ গবেষণা অনুসারে, জীবনযাত্রার বৈশ্বিক খরচের মধ্যে ঢাকার অবস্থান উঠে আসে ৭১তম হিসেবে। অপরদিকে জীবনযাত্রার ব্যয়ের দিক থেকে কানাডার মন্ট্রিল শহরও ৭১তম হিসেবে উঠে আসে।

2016_03_16_18_15_56_IDhuacusCDj5idhCMdFf3wyWGNPSCS_originalতাছাড়া মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি, যুক্তরাষ্ট্রের ক্লেভল্যান্ড এবং তুরস্কের ইস্তাম্বুলের মতো শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় ঢাকার চেয়ে কম বলে গবেষণা জানানো হয়। গবেষণায় কানাডার বৃহত্তম শহর টরেন্টোর অবস্থান ৮৮তম। এখানেও জীবনযাত্রার ব্যয় ঢাকার চেয়ে কম।

ডলারের মান, প্রবাসী এবং পর্যটকদের জীবনযাত্রার ব্যয়ের ওপর ভিত্তি করে বিশ্বের বিভিন্ন দেশের ১৩৩টি শহর নিয়ে এ গবেষণা করে ইকোনোমিস্ট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.