ইরাক থেকে নিজ খরচে আরো ৪১ জন দেশে ফিরেছেন

oman-sromikএভিয়েশন নিউজ: ইরাকে চলমান সহিংসতার মধ্যে মঙ্গলবার দেশে ফিরেছেন আরো ৪১ বাংলাদেশি। ভীতিকর অভিজ্ঞতা নিয়ে ভোর সাড়ে ৫টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিজেদের খরচে তারা দেশে ফিরে এসেছেন।

এর আগে ১ জুলাই নিজ খরচে দেশে ফিরে আসেন আরো ২৭ বাংলাদেশি। তারা জানান, সুন্নী বিদ্রোহীদের হামলার পর থেকে বাংলাদেশি কর্মীরা হুমকির মুখে রয়েছে।

বিভিন্ন সময় শিয়া সেনাদের হাতে নির্যাতনের শিকার হচ্ছে তারা। এখনো দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন প্রায় ১৭শ কর্মী।

দেশে ফেরা কর্মীরা জানান, ইরাকে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিরা খুবই ভয়ের মধ্যে রয়েছে। সুন্নি পরিচয় পেলেই পুলিশ ও নিরাপত্তা বাহিনীর লোকেরা তাদের নির্যাতন করছে। এমনকি দাড়ি কেটে নিয়েছে।

বন্দুকের নল ঠেকিয়ে গুলি করার হুমকি দিয়েছে। এ কারণে তারা নিজ খরচে দেশে ফিরে আসতে বাধ্য হয়েছে। বর্তমানে ইরাকে প্রায় ৩০ হাজার বাংলাদেশি অবস্থান করছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.