দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সদস্য (শুল্ক:নীতি) মো. ফরিদ উদ্দিন। এসময় তার সঙ্গে কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার ও যুগ্ম কমিশনার উপস্থিত ছিলেন।
বুধবার দুপুর ২টায় তিনি হিলি স্থলবন্দর পরিদর্শনে পানামা হিলি পোর্টে আসেন। এসময় তাকে স্থানীয় হিলি স্থলবন্দর শুল্কস্টেশন, বন্দরস্টেশন পক্ষ ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে তিনি হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ী এবং সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বন্দরের ভেতরে দুই দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম, পণ্য পরিমাপক যন্ত্র এবং বন্দরের বিভিন্ন অবকাঠামো ঘুরে ঘুরে দেখেন। পরে তিনি পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সভাকক্ষে স্থানীয় কাস্টমস কর্মকর্তা, বন্দরের আমদানি, রফতানিকারক ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টগণের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে স্থানীয় ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে বিভিন্ন ধরনের প্রশাসনিক হয়রানি, পাথরবাহী ট্রাকগুলোকে সরকারি শুল্ক পরিশোধ সাপেক্ষে বন্দরের বাইরে লোড আনলোডের ব্যবস্থা গ্রহণ, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রমের সুবিধা অসুবিধার বিভিন্ন বিষয় তুলে ধরে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন, কাস্টমস এক্সাসাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরের কমিশনার আহসানুল হক, যুগ্ম কমিশনার একে এম নুরুল হুদা আজাদ, হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের সহকারী কমিশনার মোহাম্মদ তাহের উল আলম চৌধুরী, রাজস্ব কর্মকর্তা সুভাষ চন্দ্র কুন্ডু, মো. আলাউদ্দিন, হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত, বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম আজাদ, সম্পাদক আব্দুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক শাহিনুর রেজা শাহীন, হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হাকিম মন্ডল, দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোসাদ্দেক আলী, ব্যবসায়ী শাহিনুর ইসলাম, আব্দুল আজিজ প্রমুখ।