এভিয়েশন নিউজ: ১০ জুলাই ২০১৪ ইউনাইটেড এয়ারওয়েজের সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী । ১০ জুলাই ২০০৭ এ প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ ঢাকা থেকে সিলেটে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। বাংলাদেশের পুঁজিবাজারে একমাত্র বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ।
গত সাত বছরে ইউনাইটেড অভ্যন্তরীন ও আন্তর্জাতিক রুটে আটচল্লিশ হাজার ফ্লাইট অত্যন্ত সফলভাবে পরিচালনা করেছে এবং ইতিমধ্যে প্রায় বিশ লক্ষ যাত্রী এবং ৫০০০ টন কার্গো পরিবহন করেছে বিভিন্ন গন্তব্যে। এছাড়া ইউনাইটেড এয়ারওয়েজ ইতোমধ্যে ১০০০জনের চাকুরীর সুযোগ সৃষ্টি করেছে। বর্তমানে এক লক্ষ ছত্রিশ হাজার শেয়ার হোল্ডার রয়েছে ইউনাইটেড এয়ারওয়েজের।
‘Fly your own Airline’ স্ল্গোান নিয়ে যাত্রা শুরু করা ইউনাইটেড এয়ারওয়েজ এখন পর্যন্ত সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ। ইউনাইটেড এয়ারওয়েজ গত সাত বছরে অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক রুটে উল্লেখযোগ্য মার্কেট শেয়ারের অংশীদার। বিমান পরিবহন সেক্টরে ফ্লাইট সিডিউল, সেবা ও নিরাপত্তার জন্য নিজস্ব ব্র্যান্ড পরিচিতি লাভ করেছে ইউনাইটেড এয়ারওয়েজ ।
ইউনাইটেড এয়ারওয়েজ বর্তমানে ঢাকা থেকে আন্তর্জাতিক রুট জেদ্দা, দুবাই, মাস্কাট, দোহা, কুয়ালা লামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, কাঠমুন্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ঢাকা থেকে আন্তর্জাতিক রুট ছাড়াও অভ্যন্তরীণ সকল রুটে যেমন চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর, ঈশ্বরদী ও বরিশালে ফ্লাইট পরিচালনা করছে।
উল্লেখ্য যে, ইউনাইটেড এয়ারওয়েজ আগামী ১৭ জুলাই থেকে প্রতিদিন এটিআর-৭২ এয়ারক্রাফটের পাশাপাশি দু’বার ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ১৭০ আসনের জেট ইঞ্জিন বিশিষ্ট এয়ারক্রাফট এমডি-৮৩ পরিচালনা করতে যাচ্ছে।
১০ জুলাই ২০০৭ তারিখে ইউনাইটেড এয়ারওয়েজ ৩৭ আসন বিশিষ্ট ড্যাশ ৮-১০০ এয়ারক্রাফট দিয়ে যাত্রা শুরু করা ইউনাইটেডের বিমান বহরে বর্তমানে রয়েছে একটি ড্যাশ-৮-১০০, তিনটি এটিআর-৭২, পাঁচটি এমডি-৮৩ এবং দু’টি এয়ারবাস-৩১০ সহ মোট এগারোটি এযারক্রাফট। শীঘ্রই চারটি এয়ারবাস ৩২০ ও দু’টি এটিআর-৭২ বিমান সংযোজন করে বহরকে আরও সমৃদ্ধশালী করবে।
এ বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে আন্তর্জাতিক গন্তব্য ঢাকা থেকে করাচি ও মদিনা রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। নিকট ভবিষ্যতে রিয়াদ, দাম্মাম, আবুধাবী, শারজাহ ও ইয়াগুন রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউনাইটেড।
গত ৭ বছরে ইউনাইটেড এয়ারওয়েজের অভাবনীয় সফলতার জন্য দেশের কাগজ বিজনেস এ্যাওয়ার্ড-২০০৭, বেগম রোকেয়া শাইনিং পারসোনালিটি এ্যাওয়ার্ড-২০০৭, অভ্যন্তরীন ও আঞ্চলিক রুটে সফলতার জন্য অর্থকণ্ঠ বিজনেস এ্যাওয়ার্ড- ২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, বিজনেস এক্সপ্রেস বিজনেস এ্যাওয়ার্ড-২০০৯, ইবিএল-মনিটর বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০১০, ২০১২ এনআরবি ইনভেস্টমেন্ট অব দ্যা ইয়ার-২০১০, বিজনেস এশিয়া বিজনেস এ্যাওয়ার্ড-২০১২, মিরর এভিয়েশন এ্যাওয়ার্ড-২০১৩, বিজনেস এশিয়া মোস্ট রেসপেক্টেড কোম্পানী এ্যাওয়ার্ড-২০১৩-এ ভূষিত হয়েছিল।
ইউনাইটেড এয়ারওয়েজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘণ মূহুর্তে বলেন, “প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যেকোন ধরনের প্রতিযোগিতার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। আমাদের বিমান বহরে অধিক সংখ্যক আধুনিক বিমান যুক্ত করে চলেছি।
বহরে অধিক সংখ্যক বিমান ও অধিক গন্তব্য সম্প্রসারনের লক্ষ্যে ইউনাইটেড এয়ারওয়েজ কাজ করছে। দেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমরা সকলেই আনন্দিত ও গর্বিত। গত সাত বছরে ইউনাইটেড এয়ারওয়েজের বহরে ১১টি বিমান যুক্ত হয়েছে। ইনশাল্লাহ পরবর্তী সাত বছরে ইউনাইটেড এর বহরে মোট ২৫টি বিমান যুক্ত হবে যা এ দেশের এভিয়েশন শিল্পকে আরো সমৃদ্ধ করবে।”
ইউনাইটেড এয়ারওয়েজের ম্যানেজমেন্ট সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরনীয় মূহুর্তে সম্মানিত যাত্রী সাধারন, শুভাকাঙ্খী, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী ও বেসরকারী সংস্থা, সকল ধরনের সংবাদ মাধ্যমের আন্তরিক সহযোগিতার জন্য সকলকে অভিনন্দন জানাচ্ছে।