ফায়ারকর্মী মেয়র আনিসুল

anisul_bg_805371923বৃহস্পতিবার দিনগত রাত দুইটা বেজে কয়েক মিনিট। বনানীর ২৩ নম্বর রোডের ৯ নম্বর বাড়িতে দাউ দাউ আগুন জ্বলছে। ছাদে ২৫ জন বাসিন্দা আটকা পড়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

হঠাৎ চোখে পড়লো সুবজ টি-শার্ট, কালো শর্টস পরা একজন এদিক-ওদিক ছুটছেন, ফায়ার কর্মীদের নির্দেশনা দিচ্ছেন। অনেকের ভীড়ের মাঝে লক্ষ্য করা গেলো তিনি আর কেউ নন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।

রাত পৌনে দুইটার দিকে আগুন লাগার পরপরই ঘটনাস্থলে আসেন মেয়র আনিসুল হক। এসেই তিনি আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কাজ শুরু করেন।

পোশাক বা চলনে মেয়রের লেশ মাত্র নেই। সাধারণ একজন কর্মীর মতো জল-কাদা মাড়িয়ে ফায়ার সার্ভিস কর্মীদের পানি ছিটানোয় সহযোগিতা করছেন, অভিজ্ঞ ফায়ার সার্ভিস কর্মীর মতো নির্দেশনাও দিচ্ছেন।

কখনো আবার মাইক মুখে লাগিয়ে নিজেই সেখানে জড়ো হওয়া লোকদের সরিয়ে দিচ্ছেন।

আটকা প‍ড়া বাসিন্দাদের উদ্ধারের জন্য পাশের দুইটি বিল্ডিং এর ‍ছাদে ওঠার পর পিছনের ভবনের ছাদেও উঠেন মেয়র আনিসুল। সেখান থেকে আটকা পড়াদের সাহস দিতে থাকেন।

আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসলে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে নিজেও ভবনের ভেতরে ঢুকে পড়েন আর আটকে পড়াদের উদ্ধারে সহযোগিতা করেন।

পাশের বাড়ির একজন বাসিন্দা ঘটনাস্থলেই মেয়রের খুব প্রশংসা করছিলেন। বলছিলেন মেয়র নিজেই পানি ছেটাচ্ছেন এমন দৃশ্য আমাদের মুগ্ধ করেছে।

কথা হয় আনিসুল হকের সঙ্গেও। তিনি জানান, আগুনে ক্ষতিগ্রস্ত ভবনের কাছাকাছিই তার বাসা । আগুন লাগার কিছুক্ষণের মধ্যে তিনি সেখানে চলে যান।

ফায়‍ার সার্ভিস কর্মীদের প্রশংসা করে আনিসুল হক বলেন, ঘটনার পরপরই ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে চলে আসে।

এ ঘটনায় ডজন খানেক মানুষ আহত হয়। যার মধ্যে তিন জন অগ্নিদগ্ধ হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর একেএম শাকিল নেওয়াজ।

প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।

এদিকে বাড়ির মালিক সমিতির সভাপতি শামসুল আলম জানান, বুধবার থেকে তারা বাড়ি ও বাসার আশপাশে গ্যাসের গন্ধ পাচ্ছিলেন। বিষয়টি তিনি তিতাস গ্যাস কর্তৃপক্ষকে জানালে তারা বিষয়টি দেখছি বলেই শেষ করে। কিন্তু সমস্যা সমাধান হয়নি।

এই গ্যাস থেকেই আগুনের সূত্রপাত হয়েছে দাবি করেন তিনি।

গ্যাস কর্তৃপক্ষের অবহেলা ও গ্যাস থেকেই আগুনের সূত্রপাতের বিষয় তদন্ত সাপেক্ষ উল্লেখ করে আনিসুল হক বলেন, এমনটা হলে ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.