তিতাসের দায়িত্বহীনতাই বনানীতে ভবনে আগুন!

ffffffffffff_120595তিতাসের দায়িত্বহীনতার কারণেই রাজধানীর বনানীতে ভবনে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, গ্যাসের লেকেজ থেকেই আগুনের সূত্রপাত এবং এতো ক্ষয়ক্ষতি হয়েছে।

ভবনের বাসিন্দাদের বলেন, আমরা তিতাসকে গ্যাস লিকেজ হওয়ার বিষয়টি বহুবার জানিয়েছি কিন্তু তারা কোনো সারা দেয়নি।যার কারণে আজ এতো বড় ক্ষতির মুখে পড়তে হলো।

এব্যাপারে ঘটনাস্থল পরিদর্শনে আসা রাজধানীর উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের কাছে নালিশ করা হলে তিনিও তিতাসের আচরণে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি গণমাধ্যমকে বলেন, আমি তিতাসের এমডিকে ডাকবো। বিষয়টি জানার চেষ্টা করবো।যদি এখানে তিতাসের কোনো অবহেলা থাকে তাহলে তা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

পঞ্চম তলার এক বাসিন্দা জানান, বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে তিনি আগুন দেখতে পান। এরপর দেখেন ফ্ল্যাটের সব জানালার কাচ ভেঙে গেছে, জিনিসপত্র ছড়ানো ছিটানো।

বেশ কয়েকদিন ধরেই ভবনের নিচে স্যুয়ারেজের নালা থেকে ভলকে ভলকে গ্যাস বের হচ্ছিল এবং গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছিল বলে তারা অভিযোগ করেন।

ওই ভবনের বাসিন্দা এক নারী জানান, রাত সাড়ে ১১টার দিকেও তারা ফোন করে তিতাস কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন। কিন্তু ‘লেবার’ নেই, এই অজুহাতে কর্তৃপক্ষ লোক পাঠায়নি। পরে তিতাস গ্যাসের উপ পরিচালক হারুণ অর রশিদও সাংবাদিকদের লোক সঙ্কটের কথা বলেন। অবশ্য রাত ৩টার দিকে তিতাস গ্যাসের একটি গাড়ি এসে ওই ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.