দেশীয় এয়ারলাইনসে ঈদ প্যাকেজে যত অফার

Bangladeshi-Airlines-Logoএভিয়েশন নিউজ: বাংলাদেশের দেশীয় এয়ারলাইন্সে চলছে ঈদের বিশেষ প্যাকেজ অফার। ঈদের চাপ বেড়েছে আকাশ যাত্রায়। ঈদের খুশি ভাগ করে নিতে সপরিবারে ভ্রমণ বা কেনাকাটায় ধুম পড়েছে দেশ-বিদেশের নানা গন্তব্যে। আর তাই দেশের এয়ারলাইনসগুলোর ব্যবসা এখন রমরমা। যাত্রী আকর্ষণে এয়ারলাইনসগুলোরও ঘোষণা করেছে বিশেষ প্যাকেজ। আবার আকাশপথের টিকিটি বিক্রির ভরা মৌসুমে শিগগিরই যোগ হচ্ছে আরো একটি বেসরকারি এয়ারলাইনস।

এদিকে ঈদকে সামনে রেখে দেশের চতুর্থতম বেসরকারি এয়ারলাইনস ইউএস-বাংলা যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে আগামী ১৭ জুলাই। দেশের চারটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালাবে তারা। প্রতিষ্ঠানের একজন গ্রাহকসেবা কর্মকর্তা জানান, যাত্রী টানতে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও যশোর রুটে তাঁরা ন্যূনতম দামে টিকিট বিক্রি করছেন। এরই মধ্যে আগাম টিকিট বুকিংও শুরু হয়েছে। এসব রুটে টিকিটের দাম পড়বে যথাক্রমে, তিন হাজার ৫০০, পাঁচ হাজার, তিন হাজার ২০০ এবং তিন হাজার টাকা।

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবার ঈদকে সামনে রেখে বিভিন্ন আন্তর্জাতিক রুটে ঘোষণা করেছে ২৫ শতাংশ ছাড়। খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মতিঝিলের টিকিট বিক্রয়কেন্দ্রে উপচে পড়ছে যাত্রীর ভিড়। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে মধ্যপ্রাচ্য থেকে যাঁরা দেশে এসেছেন, তাঁরাই ঈদের পরে নিজ নিজ কর্মস্থলে ফেরার জন্য ভিড় করছেন সেখানে।

কেউ টিকিটের তারিখ পরিবর্তন করতে চান। কেউ চান ফিরতি টিকিট নিশ্চিত করতে। ভিড় সামাল দিতে গলদঘর্ম হতে হয় বিমানকর্মীদের। বিমানের অভ্যন্তরীণ রুট না থাকলেও কুয়ালালামপুর, দুবাই, কলকতা ও দমদম রুটে স্বাভাবিক সময়ের চেয়ে এখন যাত্রীর চাপ বেশি।

বিমানের মহাব্যবস্থাপক (বিক্রয়) মোহাম্মাদ শামসুল করিম জানান, ঈদের আগে প্রতিবছরই যাত্রীর চাপ থাকে। এ জন্য যাত্রীদের কিছুটা সময় অপেক্ষা করতে হয় ঠিকই, তবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এবং সপ্তাহে সাত দিনই টিকিটকেন্দ্রটি খোলা থাকে বলে সব যাত্রীকেই পরিষেবা দেওয়া সম্ভব হয়।

তিনি আরো জানান, ইলেকট্রনিক টিকিট বা ই-টিকিট জনপ্রিয় হওয়ায় টিকিট বিক্রয়কেন্দ্রে এসে বিমানের টিকিট কিনবেন- এমন যাত্রীর সংখ্যা খুবই কম। তাঁদের কেন্দ্রে আসা বেশির ভাগই রিটার্ন ফ্লাইটের যাত্রী। টিকিট নিশ্চিত করা বা ভ্রমণের সময়সূচি পরিবর্তনই এসব যাত্রীর উদ্দেশ্য। ট্রাভেল এজেন্টগুলোও কখনো একই কাজে আসে। তারাও পুরোপুরি ই-টিকিটনির্ভর।

ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, অন্যান্য বেসরকারি এয়ারলাইনসের তুলনায় ইউনাইটেড এয়ারলাইনসের টিকিটের দাম কিছুটা বেশি। এর পরও ঈদের মৌসুমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কয়েকটি রুটে তারা ভালো ব্যবসা করছে। প্রতিষ্ঠানের মুখপাত্র কামরুল ইসলাম জানান, ২৯ কিংবা ৩০ জুলাই ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ হিসেবে যাত্রীরা ২৫ থেকে ২৮ জুলাইয়ের যশোর, রাজশাহী ও সৈয়দপুর রুটের সব টিকিট আগাম কিনে ফেলেছেন। ঈদের পর ১ আগাস্ট থেকেও পরের কয়েক দিন ফিরতি ফ্লাইটেরও বুকিং রয়েছে। একইভাবে চাপ রয়েছে কক্সবাজার রুটের। চট্টগ্রাম ও সিলেট রুটে আরো বেসরকারি এয়ারলাইনস ফ্লাইট চালাচ্ছে বলে এই দুটি রুটে ঈদ মৌসুমে চাপ কিছুটা কম রয়েছে।

তিনি বলেন, ‘বছর তিনেক ধরে দেখা যাচ্ছে, উচ্চবিত্তদের অনেকেই ঈদের ছুটিতে কুয়ালালামপুর ও কাঠমাণ্ডুতে সপরিবারে বেড়াতে যান। এ জন্য এ সময়ে এই দুটি রুটে টিকিটি বিক্রির হার বেশ ভালো।’

কামরুল ইসলাম জানান, ইউনাইটেড এয়ারলাইনসের সর্বনিম্ন টিকিটের দাম পড়বে কুয়ালালামপুরে ২২ হাজার ৯৪৭ এবং ১৮ হাজার ১৮২ টাকা। অভ্যন্তরীণ রুটে টিকিটের সর্বনিম্ন দাম পড়বে যথাক্রমে ঢাকা থেকে চট্টগ্রামে চার হাজার ৪২৫, কক্সবাজারে পাঁচ হাজার ৯২৫, সিলেটে চার হাজার ২২৫, যশোরে তিন হাজার ৫০০, বরিশালে চার হাজার ২৫০, সৈয়দপুরে পাঁচ হাজার ২৫০ এবং রাজশাহীতে চার হাজার ২৫০ টাকা।

বেসরকারি রিজেন্ট এয়ারওয়েজ ঈদ মৌসুমের যাত্রী টানতে ঘোষণা করেছে ফিরতি ফ্লাইট, হোটেল আবাসনসহ কয়েকটি ব্যাংকক প্যাকেজ। প্রতিষ্ঠানের গ্রাহকসেবা কর্মকর্তা জাহিদুর রহমান খান জানান, ব্যাংক প্যাকেজে রয়েছে আধুনিক হোটেলে আবাসন এবং পাতায় সমুদ্রসৈকতে ভ্রমণের সুযোগ।

জনপ্রতি ২৫ হাজার ৯৯৯ টাকার সর্বনিম্ন ব্যাংকক ট্রিপে থাকছে তিন দিন ও দুই রাত ভ্রমণের সুযোগ। এ ছাড়া আরো দুটি প্যাকেজে (পাঁচ দিন, চার রাত) একই ট্রিপে ঢাকা ও চট্টগ্রাম থেকে জনপ্রতি সর্বনিম্ন খরচ পড়বে যথাক্রমে ৩১ হাজার ৪৯৯ এবং ৩২ হাজার ৪৯৯ টাকা।

তিনি আরো জানান, ব্যাংকক ছাড়াও তাদের কলকাতা ও কুয়ালালামপুর আন্তর্জাতিক রুটে এ সময়ে টিকিট বিক্রির হার খুব ভালো। কারণ উচ্চবিত্তদের অনেকেই এখন ঈদের কেনাকাটা বা ঈদ উদ্যাপনের জন্য বেছে নিচ্ছেন এসব দেশ। একমুখী চলাচলে জনপ্রতি এসব রুটে সর্বনিম্ন টিকিটির দাম পড়বে যথাক্রমে ১২ হাজার ৯৯৯, ছয় হাজার ১৩৪ এবং ১৯ হাজার ৭৫৪ টাকা। দেশের ভেতরে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও যশোর রুটে ২৮ ও ২৯ জুলাইয়ের সব আসন এরই মধ্যে পূর্ণ হতে চলেছে।

এসব রুটে জনপ্রতি সর্বনিম্ন টিকিটের দাম যথাক্রমে দুই হাজার ৪৯৯, দুই হাজার ৯৯৯, এক হাজার ৯৯৯ এবং এক হাজার ৯৯৯ টাকা। নভো এয়ারের বিক্রয় প্রতিনিধি সামিউল হক জানান, নতুন এয়ারলাইনস হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও রাজশাহী রুটে ঈদ মৌসুমে তাঁরা ভালো ব্যবসা করছেন। প্রাইম ব্যাংকের সৌজন্যে তাঁরা সব কটি অভ্যন্তরীণ রুটে ঘোষণা করেছেন টিকিটের ২৫ শতাংশ হ্রাসকৃত মূল্য।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.