অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি নিরাপত্তায় সাকিবের কলকাতা শুটিং !

sakiগত মঙ্গলবার থেকে কলকাতায় শুটিং করছেন বাংলাদেশের শাকিব খান। এবারই প্রথমবারের মতো যৌথ প্রযোজনার ছবিতে কাজ করছেন তিনি। ‘শিকারী’ নামের এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। গত ১২ মার্চ রাতে কলকাতায় গিয়ে পৌঁছান শাকিব।

এরই মধ্যে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রথমে দুজন দেহরক্ষী নিয়োগ দেওয়া হলেও আউটডোর শুটিংয়ে দর্শকদের ভিড় সামলাতে এবার সরাসরি পুলিশের সহযোগিতা নিতে হয়েছে।

বাংলাদেশের টিভি চ্যানেল তো কলকাতায় দেখানো হয় না। বাংলাদেশের সিনেমাও কলকাতার হলে চালানো হয় না। প্রসঙ্গগত সাধারণ দর্শকদের আগ্রহের কারণে কলকাতায় নির্বিঘ্নে শুটিং করতে পারছেন না নায়ক শাকিব খান।

তাহলে শাকিব খানের এত দর্শক কোথা থেকে আসল ?

এ বিষয়ে ছবির পরিচালক সীমান্ত বলেন,‘ কলকাতার অনেক জনপ্রিয় নায়কের চেয়ে শাকিবের জনপ্রিয়তা কম নয়। কোনো লোকেশনে শুটিং করলেই কিছুক্ষণের মধ্যে লোক জড়ো হয়ে যাচ্ছে। শাকিব খান শুটিং করছেন শুনে মানুষের ঢল নামছে। এখানে শুটিং করা মুশকিল হয়ে যাচ্ছিল। শাকিব খানের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা প্রথমে দুজন দেহরক্ষী নিয়োগ দিয়েছিলাম। কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে শুটিং করছি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.