ঢাকা-চট্টগ্রাম রুটে ইউনাইটেডের বৃহদাকার জেট এয়ারক্রাফট এমডি-৮৩

united-airwaysএভিয়েশন নিউজ: ইউনাইটেড এয়ারওয়েজ আগামী ১৭ জুলাই থেকে প্রতিদিন এটিআর-৭২ এয়ারক্রাফটের পাশাপাশি দু’বার ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ১৭০ আসনের জেট ইঞ্জিন বিশিষ্ট এয়ারক্রাফট এমডি-৮৩ পরিচালনার পরিকল্পনা করেছে।

বর্তমানে ইউনাইটেড এয়ারওয়েজ প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে মোট চারটি ফ্লাইট পরিচালনা করে। আগামী ১৭ জুলাই থেকে সকাল ৭টা ৩০মিনিটে এবং বিকাল ৪টায় ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে এবং চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৯টায় এবং বিকাল ৫টা ৩৫মিনিটে ১৭০ আসনের এমডি ৮৩ এয়ারক্রাফট ছেড়ে যাবে।

এছাড়া সকাল ১০টা ৩০মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রাম এবং বিকাল ৩টা ৫মিনিটে ও রাত ৮টা ৫০মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ৬৬ আসন বিশিষ্ট এটিআর-৭২ এয়ারক্রাফট।

ঢাকা থেকে চট্টগ্রামে যাতায়াতে ওয়ানওয়ের নূন্যতম ভাড়া ৪৪২৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৮৮৫০টাকা (সকল প্রকার ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত)। এ ছাড়া ঢাকা থেকে যশোর এর নূন্যতম ভাড়া নির্ধারন করা হয়েছে ওয়ানওয়ে ৩৫০০ টাকা এবং রিটার্ন ৭০০০ টাকা (সকল প্রকার ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত)।

ইউনাইটেড এয়ারওয়েজ বর্তমানে ঢাকা থেকে আন্তর্জাতিক রুট জেদ্দা, মাস্কাট, দোহা, কুয়ালা লামপুর, কাঠমুন্ডু, কলকাতা এবং চট্টগ্রাম থেকে কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ঢাকা থেকে আন্তর্জাতিক রুট ছাড়াও অভ্যন্তরীণ সকল রুটে যেমন চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, রাজশাহী, সৈয়দপুর ও বরিশালে ফ্লাইট পরিচালনা করছে।

ইউনাইটেড এয়ারওয়েজ গত সাত বছরে অভ্যন্তরীণ, আঞ্চলিক ও আন্তর্জাতিক রুটে উল্লেখযোগ্য মার্কেট শেয়ারের অংশীদার। এ পর্যন্ত ইউনাইটেড অভ্যন্তরীন ও আন্তর্জাতিক রুটে আটচল্লিশ হাজার ফ্লাইট অত্যন্ত সফলভাবে পরিচালনা করেছে এবং ইতিমধ্যে প্রায় বিশ লক্ষ যাত্রী এবং ৫০০০ টন কার্গো পরিবহন করেছে বিভিন্ন গন্তব্যে।

১০ জুলাই ২০০৭ তারিখে ইউনাইটেড এয়ারওয়েজ ৩৭ আসন বিশিষ্ট ড্যাশ ৮-১০০ এয়ারক্রাফট দিয়ে যাত্রা শুরু করা ইউনাইটেডের বিমান বহরে বর্তমানে রয়েছে একটি ড্যাশ-৮-১০০, তিনটি এটিআর-৭২, পাঁচটি এমডি-৮৩ এবং দু’টি এয়ারবাস-৩১০ সহ মোট এগারোটি এযারক্রাফট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.