খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করলেন চার বিদেশি মেহমান

babul----------------1_120855_120870বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে গুলশানস্থ বাসভবন থেকে চার বিদেশি মেহমান বের হয়েছেন।

রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার‍া বের হন।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য গুলশানস্থ বাসভবনে পৌঁছ‍ান। এরা দলটির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে অংশ নিতে এসছিলেন।

যুক্তরাজ্যের লিবারেল ডেমোক্রেটিক পার্টি সংসদ সদস্য সাইমন ড্যান্সজুক, বিল বেনিয়ান ও যুক্তরাষ্ট্রের সিকাগো শহরের কাউন্সিলর জোসেফ এ মোরীসহ চার বিদেশি খালেদা জিয়‍ার বাসায় ছিলেন।

সেখানে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শফিক রেহমান ও রিয়াজ রহমান প্রমুখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.