বিমানবন্দরের নিরাপত্তায় সব করবে সরকার

Shahjalal_Airport_sm_274763735হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বিধানের স্বার্থে সরকার যেকোনো ধরনের পদক্ষেপ নেবে। সে অন‍ুযায়ী কাজও চলছে।

রোববার (২০ মার্চ) যুক্তরাজ্যের অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ প্রত্যাহারে গঠিত স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভায় এ কথা জানানো হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ইউকে ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রণীত টিপিপি নিয়ে আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ১৩ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে সরকারের উচ্চ পর্যায়েরেএকটি বৈঠক হয়। বৈঠকে পণ্য পরিবহনে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কর্মপরিকল্পনা নির্ধারণে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননকে চেয়ারম্যান করে কমিটির সদস্য ৭ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠিত হয়।

সূত্রঃবাংলানিউজটোয়েন্টিফোর.কম

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.