ইতালিতে ফ্লাইট উদ্বোধন করলো ইতিহাদ এয়ারওয়েজ

ETIHAD-AIRWAYSএভিয়েশন নিউজ: ১৫ জুলাই সকালে আবুধাবি এবং রোম ফিউমিকিনো এয়ারপোর্ট-এর মধ্যে ডেইলি ননস্টোপ সার্ভিস চালু করলো সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল এয়ারলাইন ইতিহাদ এয়ারওয়েজ।

এয়াররাইন-এর উর্ধ্বতন প্রতিনিধিদল সহ উদ্বোধনী ফ্লাইটে সফর করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এক্সিকিউটিভ অ্যাফেয়ার্স, হাসান আল হাম্মাদি এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গভার্নমেন্ট অ্যান্ড অ্যারোপলিটিক্যাল অ্যাফেয়ার্স, খালিদ আল মেহারবি।

এছাড়া রোম এয়ারপোর্টে ফিতা কেটে ফ্লাইট উদ্বোধন করেন এরোপোর্টি দি রোমা (এডিআর) এভিয়েশন মার্কেটিং ডেভলপমেন্ট ডিরেক্টর ডঃ ফাউসতো পালোমবেলি।

ইতিহাদ এয়ারওয়েজের অংশীদার এয়ারলাইনের ৩০০-এর অধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, ট্রাভেল এজেন্ট, পর্যটন প্রতিনিধিদল এবং এক্সিকিউটিভ-এর অংশগ্রহণে রোমে এই গালা রিসিপশন চলবে আরো কিছু দিন।

বিজনেস ক্লাসের জন্য ২২টি সম্পূর্ণ ফ্ল্যাট বেড এবং ইকোনোমি ক্লাসের জন্য ২৪০টি আসন বিশিষ্ট এয়ারবাস এ৩৩০-২০০ এয়ারক্রাফ্ট ব্যবহার করে রোমে ইতিহাদ এয়ারওয়েজের ডেইলি সার্ভিসটি পরিচালিত হচ্ছে।

এবং ইতিহাদ এয়ারওয়েজের প্রেসিডেন্ট এবং চীফ এক্সিকিউটিভ অফিসার জেমস হোগান বলেন- “ইতালি ইতিহাদ এয়ারওয়েজের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। মিলান মালপেনসা’র পরে রোমে আমাদের দ্বিতীয় গেটওয়ে স্থাপন করতে পেরে আমরা ভীষণ আনন্দিত।

তিনি আরো বলেন- “রোমে এই সার্ভিস চালুর মাধ্যমে ইতালির প্রতি আমাদের অঙ্গীকার আরো জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা অঞ্চলে ইতালির নেতৃস্থানীয় অংশীদারদের সাথে সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী হবে বলে আমি আশা করছি।”

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.