শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি রেড লাইন এভিয়েশন সিকিউরিটি লিমিটেডের সঙ্গে চুক্তি সই হয়েছে।
অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাকে কারণ দেখিয়ে ঢাকা থেকে সরাসরি কার্গোফ্লাইট যুক্তরাজ্য নিষেধাজ্ঞার মুখে পড়ার পর তা থেকে উত্তরণে এই কোম্পাটিকে কাজ দেওয়া হল।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে সোমবার বিকালে সংস্থাটির সঙ্গে কোম্পানিটির দুই বছর মেয়াদি চুক্তিটি সই হয়।
বেবিচকের পক্ষে সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক নুরুল ইসলাম এবং রেডলাইনের পক্ষে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পল ম্যাসন চুক্তিপত্রে সই করেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং বেবিচকের চেয়ারম্যান এম সানাউল হক উপস্থিত ছিলেন।
মন্ত্রী মেনন বলেন, “আগামীকাল থেকে তারা (রেডলাইন) কাজ শুরু করবে।”
তিনি জানান, রেডলাইন বিমান বন্দরে তিন ধরনের কাজ করবে। তারা পরামর্শ দেবে, বিমান বন্দরের নিরাপত্তা পরিস্থিতি তদারক করবে এবং বিমানবন্দরে যে সব জনবল আছে তাদের পরিচালনা ও প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
গত ৮ মার্চ যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা আরোপের পর বাণিজ্যিক ক্ষতির মুখে পড়ে এই সমস্যা সমাধানে উদ্যোগী হয় সরকার। এরপর যুক্তরাজ্যের পরামর্শ নিয়ে নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সিদ্ধান্ত হয়।
রোববার ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক ডেকে রেডলাইন এভিয়েশন সিকিউরিটিকে ৭৩ কোটি টাকায় নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকার আশা করছে, রেডলাইনের কাজের মধ্য দিয়ে যুক্তরাজ্যে সরাসরি কার্গো ফ্লাইট চলাচল শিগগিরই পুনরায় শুরু হবে।