ছোটপর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী মৌমিতা খান ঈশানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মানহানির মামলায় মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
গত ৩ ফেব্রুয়ারি অভিনেতা মারুফ খান প্রেম তার বিরুদ্ধে মানহানির মামলাটি দায়ের করেছিলেন। আদালত ওইদিন ঈশানাকে হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি আদালতে হাজির হননি। তাই আজ আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
জানা গেছে, গত ৭ জানুয়ারি মেগা ধারাবাহিক ‘সহযাত্রী’ নাটকের শুটিংয়ের সময় ঈশানা মারুফকে নিয়ে কটূক্তি করেন। পরে নিজের ফেসবুকেও মারুফকে নিয়ে একটি মানহানিকর স্ট্যাটাস দেন। এতে বাদীর মানহানি হয়েছে, তাই মামলাটি করেন মারুফ।