এভিয়েশন নিউজ: ক্ষেপণাস্ত্রের আঘাতে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি যাত্রীবাহি বিমান বিধ্বস্ত হয়ে সম্প্রতি ২৯৮ যাত্রী নিহত হবার মর্মান্তিক ঘটনা বিশ্ব ভুলে যেতে না যেতেই তাইওয়ানের একটি বিমানবন্দরে জরুরি অবতরণকালে ট্রান্স-এশিয়া এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ৫১ আরোহী নিহত এবং আরো কয়েজন আহত হয়েছে।
তবে নিহতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মিডিয়াতে আলাদা তথ্য দেয়া হয়েছে। কয়েকটি মিডিয়া নিহতের সংখ্যা ৪৭ বলে উল্লেখ করেছে।
দ্বীপের পেঙ্গু বিমানবন্দরের কাছে জরুরি অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। বিমানটি আবাসিক বাড়িতে আছড়ে পড়ে বিধ্বস্ত হয় বলে জানা গেছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিমানটি দ্বিতীয়বারের মত অবতরণের চেষ্টাকালে এই দুর্ঘটনার শিকার হয়। টাইফুন মাটমোর আঘাতে মঙ্গলবার সকালে লণ্ডভণ্ড হয়েছে তাইওয়ান।
পেঙ্গু বিমানবন্দরটি চীনের মূল ভূখন্ড ও তাইওয়ানের মাঝামাঝি অবস্থিত। ট্রান্স-এশিয়া এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এই ফ্লাইটে ৫৮ জন যাত্রী ও চারজন ক্রু ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে তাইওয়ান একটি বার্তা সংস্থা। তাইওয়ানের পরিবহন মন্ত্রী সাংবাদিকদের এই দুর্ঘটনার ও হতাহতের কথা নিশ্চিত করেন।
কর্তৃপক্ষ জানায়, এটিআর-৭২ বিমান দিয়ে আয়োজিত জিই-২২২ ফ্লাইটটি কাউশিউং থেকে পেঙ্গু যাবার সময় চীন এবং তাইওয়ান প্রণালীর মাঝপথে পৌছালে খারাপ আবহাওয়ার কবলে পড়ে যায়।
বিমানটি জিজি নামের একটি গ্রামের আবাসিক বাড়িতে আছড়ে পড়ে। স্থানীয় গণমাধ্যমে দেখানো হয়, অন্ধকার একটি বাড়ির উপর পরে বিমানে আগুন জ্বলছে। দমকল কর্মীরা তা নেভানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।