বিমান মন্ত্রী ও বোর্ড মেম্বারদের বলাকায় ঢুকতে দেওয়া হবে না: সিবিএ

BFCCএভিয়েশন নিউজ: বলাকা ভবন ঘেরাও কর্মসুচীর প্রথম দিনে বুধবার দুপুর ১২ টা পর্যন্ত বিমানের প্রধান কার্যালয় বলাকা অবরুদ্ধ করে রেখেছিল বিমানের সিবিএ নেতারা। এসময় তারা চেয়ারম্যান ও মন্ত্রীর পদত্যাগ দাবি করে বার বার শ্লোগান দিয়েছে। একই সঙ্গে তাদের ১৪ দফা দাবি না মানলে আগামী ২৬ জুলাই বোর্ড মিটিংয়ে কোন বোর্ড মেম্বারকে বলাকায় ঢুকতে না দেয়ার কর্মসুচী দিয়েছে।

সভায় সিবিএ সভাপতি মসিকুর রহমান বলেন, যে সব সংস্থায় ডিফেন্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বেশি থাকেন সেখানেই আন্দোলন বেশি হয়। কারণ তারা নিজেরাই বেশি ভোগ করেন। অন্যদের দিতে চান না। একজন শ্রমিকের তৃষ্ণা তাদের পেটে থাকে।

অপর দিকে কর্মকর্তাদের তৃষ্ণা থাকে চোখে। তারা একটি গাড়ি একটি বাড়িতে সন্তুষ্ট থাকতে পারেন না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকা স্বত্তেও চেয়ারম্যান সাহেব ইতোপুর্বে সাবেক মন্ত্রী ফারুক খানকে ৩শ নারী শ্রমিকের জন্য করা ডে কেয়ার সেন্টার উদ্ভোধন করতে দেননি।

মসিকুর এ ব্যাপারে বর্তমান বিমান মন্ত্রীকে হুশিয়ার উচ্চারণ করে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ডে কেয়ার সেন্টার উদ্বোধন না করলে বিমান মন্ত্রীকেও বলাকা ভবনে ঢুকতে দেয়া হবে না। তিনি শ্রম আইনের বই থেকে আইনের ধারা উল্লেখ করে বলেন, গ্রুপ বীমা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি এবং মেডিক্যাল এর দাবি অনৈতিক নয়।

যাত্রীকে মেরেও চেয়ারম্যানের আনুক‚ল্যে কেউ কেউ দিব্যি চাকরীতে বহাল আছেন। এ ধরনের শ্রমিকের পক্ষে তারা নাই। তিনি আরো বলেন, তাদের যৌক্তিক দাবি পুরণে ২ কোটি ৯০ লাখ ৯৯ হাজার টাকা প্রয়োজন। গ্রাউন্ড হ্যান্ডেলিং থেকে দৈনিক তারা আয় করছেন দেড় কোটি টাকা।

এ দাবি পুরণ করতে মাত্র ২ দিনের হ্যান্ডেলিং আয় যথেষ্ট। তিনি আরো বলেন, ১৪ দফা দাবি মানা না হলে, বিমানের বোর্ড মেম্বারদের আর ফ্রি টিকিটে বিদেশ ভ্রমন করতে দেয়া হবে না। বলাকায় কোন বোর্ড মিটিং করতে দেয়া হবে না। সিবিএ সভাপতি মসিকুর বলেন, বিমানকে করপোরেশনে ফিরিয়ে আনুন নতুবা শেয়ার শ্রমিকদের হাতে ছেড়ে দেন।

জয়েন্ট ভেঞ্জারে দেয়া চলবে না। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আজ থেকে ২৩ কেজি ওজনের বেশি ব্যাগেজ লোড-আনলোড করবেন না। তিনি বিশেষ ভাবে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, তাদের দুই‘শ কোটি টাকা বরাদ্ধ দিয়ে ৬ মাসের মধ্যে মান উন্নয়ন করার সময় বেধে দেন।

না পারলে শ্রমিক লীগের দপ্তরে তালা মেরে দায়ভার মাথায় নিয়ে বিদায় নেবেন বলেও জানান। আগামী ২৬ জুলাই বোর্ড মিটিংয়ের কথা উলে­খ করে মসিকুর রহমান বলেন, আজ ১২টা পর্যন্ত বলাকা ভবন ঘেরাও কর্মসুচী চলবে। এর মধ্যে দাবি না মানলে কঠোর আন্দোলনের কর্মসুচী দেয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.