এভিয়েশন নিউজ: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে রাজধানী রিয়াদ থেকে ৭০ কিলোমিটার দূরে ধুরমা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সত্যতা স্বীকার করে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) মিজানুর রহমান বলেন, নিহত ও আহতরা আল ইয়ানবী নামক একটি ক্লিনিং কোম্পানিতে কর্মরত ছিলেন। ঘটনাস্থলে দূতাবাসের লোক পাঠানো হয়েছে বলেও জানান মিজানুর রহমান।
নিহত তিনজন হলেন-নোয়াখালী জেলার মো. জালাল (২৮), কুমিল্লার মাসুদ (২৭) ও কিশোরগঞ্জের রনি (২৫)। আহত চারজন হলেন- চাঁদপুরের কামাল, কুমিল্লার জিয়াউর রহমান ও মোতালেব এবং ময়মনসিংহের আব্বাস হোসাইন ।
হতাহতদের সহকর্মী তালুকদার আবদুর রহমান বেলাল বাংলানিউজকে জানান, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলিত হলে তিন জন নিহত হন, গুরুতর আহত হন চারজন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় একটি হাসপাতালের মর্গে লাশ রাখা হয়েছে বলেও জানান আবদুর রহমান বেলাল।