স্বাধীনতা দিবসে ফেসবুকের শুভেচ্ছা

FB_171420652স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করছে বাংলাদেশ। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন, লাল-সবুজের পতাকা উড়িয়ে বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণ বাজিয়ে উদযাপন করা হচ্ছে দিবসটি।

বাঙালি জাতির গৌরবময় দিনটি উদযাপন করছে তথ্যপ্রযুক্তির দ্বার জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলও এবং জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।

২৬ মার্চের প্রথম প্রহর থেকেই বাংলাদেশি ফেইসবুক ব্যবহারকারীদের পেজে ভেসে ওঠে সুখ-সমৃদ্ধি কামানা করে শুভেচ্ছা বার্তা। ঠিক তার উপরে চারজন মিলে বাংলাদেশের লাল-সবুজের জাতীয় পতাকা তুলে ধরছেন- এমন একটি ছবি।

google_517296049এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল-সবুজের মনোমুগ্ধকর ডুডল তৈরি করেছে প্রতিষ্ঠানটি। শনিবার প্রথম প্রহর থেকেই শোভা পাচ্ছে ডুডলটি।

ডুডলে দেখা যাচ্ছে, সবুজ পটভূমিতে মাঝে রক্তিম সূর্য। তবে এটা শুধু বাংলাদেশের ডোমেইন হোমপেজ goole.com.bd-তে দেখা যাচ্ছে৷

ডুডল ও ফেসবুকের শুভেচ্ছা বার্তাটি দেখার পর অনেকেই ব্লগ, ফেসবুক ও টুইটারের মাধ্যমে গুগলকে ধন্যবাদ জানিয়েছেন। কেউ কেউ তার প্রোফাইলে ডুডলটি ব্যবহার করেছেন৷

অনেকে আবার ফেসবুকের শুভেচ্ছা বার্তাটি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ারও করেছেন৷

বিশেষ দিন কিংবা দিবসে নানা ধরনের ডুডল তৈরি করে গুগল। তবে বাংলাদেশের স্বাধনীনতা দিবস নিয়ে এবারই প্রথম শুভেচ্ছা জানাচ্ছে ফেসবুক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.