ইরানে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত : নিহত ১০

iran-helicopter-crash20160326082438ইরানের মধ্যাঞ্চলের ফারস প্রদেশে একটি এয়ার অ্যাম্বুলেন্স (হেলিকপ্টার) বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। শনিবার রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ`র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রত্যন্ত অঞ্চল থেকে একজন রোগীকে নিয়ে ওই এয়ার অ্যাম্বুলেন্সটি শিরাজ শহরের দিকে যাচ্ছিল। পরে এটি বিধ্বস্ত হলে রোগীসহ চার চিকিৎসক ও দুই ক্রু নিহত হয়।

এদিকে দেশটির আধা সরকারি সংবাদসংস্থা ফারস নিউজ অ্যাজেন্সি বলছে, এ ঘটনায় ৯ জন নিহত হয়েছে। তবে আইআরএনএ ১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা বলেন, অ্যাম্বুলেন্স বিধ্বস্তের এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ওই এলাকায় কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত ও ঝড় অব্যাহত রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.