ড্যানিয়েলের প্রস্তাব ফিরিয়ে দিলেন কোহলির মা

বিরাট কোহলিকে বিয়ের স্বপ্ন হয়তো অধরাই থেকে যাচ্ছে ড্যানিয়েল ওয়াটের। টুইটারে ভারতীয় দলের ব্যাটিং-স্তম্ভকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এই মহিলা ব্রিটিশ ক্রিকেটার। বিরাটের ব্যাট তাঁকে মুগ্ধ করেছে। টুইটারে তাঁর বাসনার সরব প্রকাশ ঘটেছে সম্প্রতি। সোজাসুজি বিরাটকে তাঁর আবেদন, কোহলি আমায় বিয়ে করো! কিন্তু বিরাট কিছু বলার আগেই তাঁর মা সরোজ কোহলি সরাসরি ড্যানিয়েলের আর্জি প্রত্যাখ্যান করে বলে দিয়েছেন, তাঁর ছেলের বিয়ের বয়সই হয়নি এখন!

শুধু তা-ই নয়, ড্যানিয়েলের নাম বা তাঁর টুইটার-বাসনার প্রসঙ্গ না টেনে তিনি বলেছেন, আপাতত আগামী চার-পাঁচ বছর বিরাটের বিয়ের কথা ভাবছিই না আমরা। এখন কেরিয়ার তৈরি করাই ধ্যানজ্ঞান হওয়া উচিত ওর। এই তো সবে খেলা শুরু করল ও!

 

এদিকে অভিনেত্রী আনুষকা শর্মার সঙ্গে বিরাটের ‘ঘনিষ্ঠতা’ গোপন নেই। দুজন কিছুদিন আগেও শ্রীলঙ্কায় ছুটি কাটিয়েছেন বলে খবর। তবে কি সেজন্যই ড্যানিয়েলের বিয়ের প্রস্তাবে ঘুরিয়ে না বলে দিলেন তিনি? কী বলেন বিরাট?
আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.