বিরাট কোহলিকে বিয়ের স্বপ্ন হয়তো অধরাই থেকে যাচ্ছে ড্যানিয়েল ওয়াটের। টুইটারে ভারতীয় দলের ব্যাটিং-স্তম্ভকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এই মহিলা ব্রিটিশ ক্রিকেটার। বিরাটের ব্যাট তাঁকে মুগ্ধ করেছে। টুইটারে তাঁর বাসনার সরব প্রকাশ ঘটেছে সম্প্রতি। সোজাসুজি বিরাটকে তাঁর আবেদন, কোহলি আমায় বিয়ে করো! কিন্তু বিরাট কিছু বলার আগেই তাঁর মা সরোজ কোহলি সরাসরি ড্যানিয়েলের আর্জি প্রত্যাখ্যান করে বলে দিয়েছেন, তাঁর ছেলের বিয়ের বয়সই হয়নি এখন!