হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শরীফ মো. ফরহাদ হোসাইনের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খিলক্ষেত থেকে গাড়িটি জ্বালানি নিয়ে ফেরার পথে গতিরোধ করে ড্রাইভারকে রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ বিয়য়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শরীফ মো. ফরহাদ হোসাইন জানান, হামলার সময় তিনি গাড়িতে ছিলেন না। গাড়ি চালক হাশেম ওই এলাকায় থাকেন। এটি ব্যাক্তিগত কোন বিরোধের জের হতে পারে বলে মনে করেন তিনি। বিষয়টি নিয়ে যেহেতু মামলা হয়েছে, তদন্তে অবশ্যই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
গাড়ি চালক হাশেম জানান,শনিবার সন্ধ্যায় খিলক্ষেত থেকে গাড়ির জ্বালানি নিয়ে ফেরার পথে কাওলা এলাকায় দুর্বৃত্তরা গতিরোধ করে রড দিয়ে আমার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। এতে আমার মাথা ফেটে যায়। দুর্বৃত্তরা আমাকে বারবার বলছিল, ‘মোবাইল কোর্ট করো, না।’ এসময় গাড়িতে কোনও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন না বলেও জানান তিনি।
এ বিষয়ে আহত চালক বাদী হয়ে দক্ষিণখান থানায় মামলা করেছেন বলে জানা গেছে।